ক্ষমতাচ্যুত আওয়ামী সরকারের সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের অন্যতম সহযোগী বলে পরিচিত শাহরিয়ার ইয়াছিল আরাফাত তানিমকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচলাইশ থানার পুলিশ তাকে গ্রেফতার করে।
শাহরিয়ার তানিম গত বছরের জুলাই বিপ্লবে ছাত্রজনতার আন্দোলনে সহিংস হামলা চালানোর অন্যতম কুশীলব ছিলেন বলে জানা গেছে। গত বছরের ৪ আগস্ট চট্টগ্রাম আদালত চত্বরে আন্দোলনরত শিক্ষার্থী ও পেশাজীবিদের ওপর তার নেতৃত্বেই হামলা চালানোর অভিযোগ রয়েছে।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। তবে তাকে কোন মামলায় গ্রেফতার দেখানো হচ্ছে তা তিনি তাৎক্ষনিকভাবে জানাননি।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন