আবারও আতঙ্কে কঙ্গোবাসী। দেশটির কাসাই প্রদেশে ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়েছে। এখন পর্যন্ত (১৫ সেপ্টেম্বর) আক্রান্ত ৮১ জন, মৃত ২৮ জন, যার মধ্যে চারজন স্বাস্থ্যকর্মীও আছেন।
বিশেষজ্ঞদের মতে, এবার সংক্রমণ প্রাণী থেকে নতুনভাবে মানুষের শরীরে ছড়িয়েছে। ভাইরাসটি জায়ার স্ট্রেইনের, যা মৃত্যুহারে অন্যতম ভয়াবহ। এ রোগে মৃত্যুহার ২৫ থেকে ৯০ শতাংশ পর্যন্ত হতে পারে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) ইতিমধ্যে আক্রান্ত এলাকা ঘিরে “রিং ভ্যাকসিনেশন” কর্মসূচি শুরু করেছে- যেখানে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসা সবাইকে দ্রুত টিকা দেওয়া হয়। পাশাপাশি রোগী আলাদা রাখা, নিরাপদে মৃতদেহ দাফন এবং আন্তর্জাতিক সহায়তার মাধ্যমে সংক্রমণ ঠেকানোর চেষ্টা চলছে।
উল্লেখ্য, ১৯৭৬ সালে প্রথম শনাক্ত হওয়ার পর থেকে বারবার এই ভাইরাস আফ্রিকার জনস্বাস্থ্যে ভয়াবহ আঘাত হেনেছে। তাই নতুন এ প্রাদুর্ভাব নিয়ে কঙ্গো সরকার ও আন্তর্জাতিক মহল চরম সতর্ক অবস্থায় রয়েছে।
তথ্য সূত্র- সিআইডির্যাপ।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ