পর্যটন হলো বৈচিত্র্য, সংস্কৃতি ও স্বাদের এক অনন্য উদযাপন। বর্ণিল সাজসজ্জা, লাইভ ফুড কাউন্টার এবং প্রাণবন্ত পরিবেশে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট আয়োজন করেছে ট্যুরিজম ফেস্ট ২০২৫—যা হবে এক স্বাদবহুল ভ্রমণ, আনন্দ ও স্মৃতিময় মুহূর্তের মিলনমেলা। বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট এর এই আয়োজন চলবে ১৮ থেকে ২৭ সেপ্টেম্বর টানা ১০ দিন, প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত হোটেলটির রেস্টুরেন্ট গ্রান্ডিওস রেস্টুরেন্টে।
উৎসবের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে ১৭ সেপ্টেম্বর বিকাল ৫টায় জনপ্রিয় রুফটপ রেস্টুরেন্ট গ্রিল অন দ্য স্কাইলাইনে রিবন ও কেক কাটিং অনুষ্ঠানের মাধ্যমে। ঢাকা রিজেন্সির এক্সেকিউটিভ ডিরেক্টর অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর (কারেন্ট ইন চার্জ) শাহিদ হামিদ এফআইএইচ ও বিশিষ্ট অতিথিদের আনন্দঘন উপস্থিতিতে উদ্বোধনী অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়।
এই ১০ দিনের উৎসব উপহার দেবে এক ভিন্নধর্মী ফিউশন বুফে ডিনার, যেখানে প্রতিটি দিন সাজানো থাকবে ভিন্ন দেশের ভিন্ন স্বাদের খাবারের আয়োজন নিয়ে—ব্রিটিশ স্পেশালিটিজ ব্রিটানিয়া, ভূমধ্যসাগরীয় স্বাদে তুর্কি ও গ্রিক খাবার, ঐতিহ্যবাহী বাঙালি রান্না, স্প্যানিশ ও মেক্সিকান ফ্লেভারে ওয়েস্টার্ন ডিশ, ইতালিয়ান ও ফ্রেঞ্চ ক্লাসিক্সে ইউরোপীয়ন এলিগেন্স, এক্সোটিক আরবিয়ান টেস্ট, চাইনিজ ও থাই কুইজিনে প্যান এশিয়ান ফিউশন! সাথে সিলেক্টেড কার্ডে “বাই ওয়ান গেট ওয়ান” তো থাকছেই ! তাছাড়া, ঢাকা রিজেন্সি পিৎজায় বাই ওয়ান গেট ওয়ান, সকল ডেজার্টে ২০% ছাড়, সকল অতিথির জন্য হেলথ ক্লাবে ৪০% ছাড়, স্পা এবং সেলুনে ২৫% ছাড় অফার করছে!! এক্ষেত্রে ঢাকা রিজেন্সির প্রিমিয়ার ক্লাবের সদস্যরা বিশেষ সুবিধা পাবেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন