বাংলাদেশে জ্ঞানভিত্তিক অর্থনীতি গড়ে তুলতে শিল্প ও শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে অংশীদারিত্ব বাড়াতে জিপিএইচ ইস্পাত লিমিটেড এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার ফর সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (রাইজ) সমঝোতা স্মারক সই করেছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীতে এ চুক্তি স্বাক্ষরিত হয়।
চুক্তির আওতায় জিপিএইচ ইস্পাত রাইজকে মেধাস্বত্ব ব্যবস্থাপনা বিষয়ে সহায়তা দেবে। শিক্ষার্থী, শিক্ষক ও গবেষকদের জন্য সেমিনার, কর্মশালা ও সচেতনতামূলক কার্যক্রম আয়োজন করা হবে। এসব কার্যক্রমে পেটেন্টের গুরুত্ব, সুবিধা, প্রক্রিয়া ও সংশ্লিষ্ট আইন সম্পর্কে ধারণা দেয়া হবে। শুধু রাজধানী নয়, পর্যায়ক্রমে সারাদেশে এ কার্যক্রম ছড়িয়ে দেয়া হবে।
এ চুক্তির মাধ্যমে শিক্ষার্থী, শিক্ষক, শিল্পপ্রতিষ্ঠান ও উদ্ভাবকেরা তাদের নতুন ধারণা সুরক্ষিত করার সুযোগ পাবেন। নতুন প্রযুক্তি বা ধারণাকে প্রোটোটাইপে রূপ দেয়া, উন্নয়ন ও বাণিজ্যিকীকরণের সুযোগ তৈরি হবে। এর মধ্য দিয়ে উদ্ভাবকেরা বাড়তি আয়ের পাশাপাশি সামাজিক স্বীকৃতিও পাবেন। আয়োজকেরা মনে করছেন, এ উদ্যোগ মেধা পাচার রোধেও ভূমিকা রাখবে।
জিপিএইচ ইস্পাতের কর্মকর্তারা জানান, উদ্ভাবনকে উৎসাহিত করা মানে ভবিষ্যতের জন্য উন্নত বাংলাদেশ গড়ে তোলা। প্রতিষ্ঠানটি সরকারি ও বেসরকারি সংস্থা, ভারী শিল্প, ক্ষুদ্র ও কুটির শিল্প এবং ব্যবসায়িক ক্লাস্টারের সঙ্গে কাজ করার পরিকল্পনা করেছে। লাইট ইঞ্জিনিয়ারিং, তথ্যপ্রযুক্তি, কৃষি ও স্বাস্থ্যসেবা খাতকে অগ্রাধিকার দেয়া হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বুয়েটের উপাচার্য আবু বোরহান মোহাম্মদ বদরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন জিপিএইচ গ্রুপের চেয়ারম্যান ও জিপিএইচ ইস্পাত লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম। অতিথি হিসেবে ছিলেন বুয়েটের উপ-উপাচার্য আব্দুল হাসিব চৌধুরী। সভাপতিত্ব করেন রাইজের পরিচালক মোহাম্মদ শরিফুল ইসলাম।
জাহাঙ্গীর আলম বলেন, এ উদ্যোগ মূলত গবেষণার ফলকে পেটেন্টের মাধ্যমে সংরক্ষণ ও কাজে লাগানোর প্রচেষ্টা। এর ফলে দেশের প্রতিভাবান শিক্ষার্থী ও গবেষকদের জ্ঞান জাতীয় উন্নয়নে কাজে লাগানো যাবে।
উপাচার্য আবু বোরহান মোহাম্মদ বদরুজ্জামান বলেন, জিপিএইচ ইস্পাতের উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। অতীতে গুরুত্ব না দেওয়ার কারণে অনেক মেধাস্বত্ব হারিয়ে গেছে। এবার নতুন সম্ভাবনার দ্বার খুলবে।
উপ-উপাচার্য আব্দুল হাসিব চৌধুরী বলেন, জিপিএইচ ইস্পাতের কোয়ান্টাম আর্ক ফার্নেস প্রযুক্তি এরই মধ্যে এনার্জি খাতে ইতিবাচক পরিবর্তন এনেছে। শিল্প, কৃষি, শিক্ষা ও জ্বালানি খাতে গবেষণা বাড়াতে হবে।
সভাপতির বক্তব্যে রাইজের পরিচালক মোহাম্মদ শরিফুল ইসলাম বলেন, এটি শুধু একটি সমঝোতা নয়, বরং বাংলাদেশকে জ্ঞানভিত্তিক অর্থনীতির দিকে এগিয়ে নেয়ার অঙ্গীকার।
বিডি প্রতিদিন/জামশেদ