পেপারলেস ব্যাংক চালু করবে আকিজ রিসোর্স। এ ব্যাংকের হেড অফিস ছাড়া সারা দেশে থাকবে না কোনো শাখা। পরিচালিত হবে ডিজিটালি। ঢাকার আকিজ হাউজে বুধবার আকিজ রিসোর্স আয়োজিত এক কর্মশালায় সাংবাদিকদের উপস্থিতিতে এমন তথ্য জানান প্রতিষ্ঠানটির কর্মকর্তারা।
কর্মশালার থিম ছিল ‘কনভেনশনাল থেকে স্মার্ট, ডিজিটাল রুপান্তরের নেতৃত্বে আকিজ রিসোর্স’। বাংলাদেশের অন্যতম বৃহৎ ও বহুমুখী ব্যবসায়িক প্রতিষ্ঠান আকিজ রিসোর্স তাদের টেকনোলজি, অটোমেশন ও ডিজিটাল ইকোসিস্টেম-ভিত্তিক রুপান্তরের যাত্রাও তুলে ধরেছে এই কর্মশালায়।
আকিজ রিসোর্স সমন্বিত ব্যবসা পরিচালনা, সাপ্লাই চেইন ইন্টেলিজেন্স, ক্লাউড-ভিত্তিক কর্ম ব্যবস্থা ও এপিআই-নির্ভর অংশীদারিত্বের ভিত্তিতে কীভাবে একটি জাতীয় ডিজিটাল ইন্যাবলার হিসেবে কাজ করছে তা অনুষ্ঠানে তুলে ধরা হয়।
আকিজ রিসোর্স একটি ডিজিটাল-ফার্স্ট কৌশল অনুসরণ করছে, যা তাদের ১২টিরও বেশি ব্যবসায়িক ক্লাস্টারের মাধ্যমে কর্মী, অংশীদার, সরবরাহকারী ও গ্রাহকদের সংশ্লিষ্ট করছে।
কর্মশালায় বক্তারা জানান, এই মুহূর্তে ৮ হাজার লোকের কর্মসংস্থান আছে আকিজ রিসোর্সে। ভবিষ্যতে পর্যায়ক্রমে ১০ লাখ লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করবে প্রতিষ্ঠানটি।
এতে উপস্থিত ছিলেন আকিজ রিসোর্সের চিফ বিজনেস ডেভেলপমেন্ট অফিসার তৌফিক হাসান, চিফ ডিজিটাল অ্যান্ড ইনোভেশন অফিসার ইঞ্জিনিয়ার মো. ফিরোজ কবির, আকিজ ইনফোটেক, ব্লুপিল-এর সিইও জিএম কামরুল হাসান, আইবস লিমিটেডের সিইও এসকে মো. জায়েদ বিন রশিদ ও সিএসও সাহেদ ইকবাল।
বিডি-প্রতিদিন/শআ