‘সড়কের নিরাপত্তা আমাদের সবার সম্মিলিত প্রয়াস’-এ লক্ষ্যকে সামনে রেখে সড়কের নিরাপত্তা উন্নয়নের জন্য একটি ব্যতিক্রমধর্মী কার্যক্রম হাতে নিয়েছে জেস টায়ার।
বুধবার (২২ অক্টোবর) জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে রাজধানী ঢাকার ১১টি গুরত্বপূর্ণ রাস্তার মোড়ে দিনব্যাপী জনসচেতনতামূলক কার্যক্রম শুরু করেছে।
এ কার্যক্রমে জেস টায়ার কর্তৃক নিয়োজিত ২৫০ জন্য কর্মী অংশগ্রহণ করেছে।
তারা নিরাপদে রাস্তায় চলাচলের নিয়মকানুনসমূহ বিভিন্ন প্ল্যাকার্ডের মাধ্যমে গুরত্বপূর্ণ রাস্তার পয়েন্টগুলোতে জনসাধারণের সামনে তুলে ধরছেন ও সবাইকে ট্রাফিক আইন মেনে চলতে উদ্বুদ্ধ করছেন।
জেস টায়ার শতভাগ বাংলাদেশে উৎপাদিত একাটি দেশীয় টায়ার ব্র্যান্ড। করপোরেট সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে জেস টায়ার বিগত ২০২৩ সাল থেকে এ কর্যক্রম চালিয়ে আসছে।
বিডি প্রতিদিন/এমআই