বাংলাদেশের হাই-টেক শিল্পে যুক্ত হলো নতুন অর্জন। দেশের শীর্ষ ইলেকট্রনিক্স ব্র্যান্ড ওয়ালটন প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে রপ্তানি শুরু করল মাদারবোর্ড (পিসিবি ও পিসিবিএ)।
ওয়ালটনের তৈরি এই বিশ্বমানের মাদারবোর্ড ব্যবহার করা হবে যুক্তরাষ্ট্রে তৈরি আধুনিক গানশট শনাক্তকরণ ও জরুরি উদ্ধার ব্যবস্থার সিকিউরিটি ডিভাইসে। রাজধানীর ওয়ালটন করপোরেট অফিসে আয়োজিত অনুষ্ঠানে জানানো হয়, প্রাথমিকভাবে আমেরিকার উইসকনসিনের সেফপ্রো টেকনোলজিস ইনকরপোরেশনের জন্য ২,৫০০টির বেশি মাদারবোর্ড রপ্তানি করা হচ্ছে, যার বাজারমূল্য প্রায় ২.৫ মিলিয়ন টাকা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ফয়েজ আহমেদ তৈয়্যব। বিশেষ অতিথি ছিলেন আইসিটি সচিব শীষ হায়দার চৌধুরী। এছাড়া উপস্থিত ছিলেন ওয়ালটনের চেয়ারম্যান এস এম রেজাউল আলম, ব্যবস্থাপনা পরিচালক এস এম মঞ্জুরুল আলম অভি, ওয়ালটন মাইক্রো-টেক করপোরেশনের সিইও নিশাত তাসনিম শুচি প্রমুখ।
অনলাইনে যুক্ত ছিলেন আমদানিকারক প্রতিষ্ঠান সেফপ্রো টেকনোলজিস ইনকরপোরেশনের প্রেসিডেন্ট পল এল. একারট।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ
 
                         
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        