পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির এবার আসছেন বাংলাদেশে। ‘মুক পেয়ার হুয়া থা’, ‘মেরে হামসফর’, ‘আন্না’ এবং ‘দিলরাবা’-এর মতো জনপ্রিয় নাটকে অভিনয় করে তিনি খ্যাতি পান। কেবল পাকিস্তানেই নয় বাংলাদেশেও অসংখ্য ভক্তের মন জয় করেছেন হানিয়া।
অবশেষে বাংলাদেশি অনুরাগীদের সামনে সরাসরি আসছেন হানিয়া।
দক্ষিণ এশিয়ার তরুণদের মাঝে দারুণ জনপ্রিয় এই অভিনেত্রী বর্তমানে পাকিস্তানে সানসিল্কের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে কাজ করছেন। সানসিল্কের আয়োজনেই তার এই বাংলাদেশ সফর। আয়োজকরা জানিয়েছেন, সম্প্রতি এসেছে প্রতিষ্ঠানটির নতুন ব্ল্যাক শাইন ফর্মুলা। এর প্রচারণার অংশ হিসেবে হানিয়ার বাংলাদেশ সফর। সফরকালে তিনি বেশ কয়েকটি ইভেন্টে অংশ নেবেন।
সম্প্রতি এক ভিডিও বার্তায় হানিয়া নিজেই তার এই সফরের খবরটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, হাই বাংলাদেশ, আমি হানিয়া বলছি। আমি ঢাকায় আসছি, সবার সঙ্গে দেখা হবে। তার এই ঘোষণা মুহূর্তেই ভক্তদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে দিয়েছে।
১৯৯৭ সালের ১২ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে জন্মগ্রহণ করা এই অভিনেত্রী ২০১৬ সালে ‘জানান’ সিনেমার মাধ্যমে তার অভিনয় জীবন শুরু করেন। এরপর তার প্রাণবন্ত ব্যক্তিত্ব, আকর্ষণীয় চেহারা এবং অসাধারণ ফ্যাশন সেন্সের কারণে খুব দ্রুতই তিনি তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয় হয়ে ওঠেন। বর্তমানে তিনি পাকিস্তানের অন্যতম সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এবং সর্বাধিক অনুসরণীয় তারকাদের একজন।
এদিকে ‘সর্দারজি ৩’ সিনেমা দিয়ে বলিউডে অভিষেক ঘটেছে হানিয়ার। ছবিটি পাকিস্তানেও সাফল্য পেয়েছে। এই সিনেমায় নূর চরিত্র অভিনয় করে দুই দেশে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন তিনি।
বিডি প্রতিদিন/নাজমুল