জমজমাট ভিড়, আলো ঝলমলে গ্যালারি—সবকিছুই ইঙ্গিত দিচ্ছিল ভারত-পাকিস্তান লড়াই মানেই হবে হাড্ডাহাড্ডি লড়াই। কিন্তু মাঠের চিত্র ছিল সম্পূর্ণ ভিন্ন। বাজে পারফরম্যান্সে ভারতীয়দের সামনে পাত্তাই পায়নি পাকিস্তান। মাত্র ৭ উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় ভারত। আর এত বড় হারের পর নিজ দেশের ক্রিকেটারদের ধুয়ে দিয়েছেন পাকিস্তানের সাবেক তারকা ফাস্ট বোলার শোয়েব আখতার।
শোয়েব আখতার মনে করেন, পাকিস্তান দলের বর্তমান ক্রিকেটাররা ক্লাব পর্যায়ের ক্রিকেটও খেলতে পারছে না। তাই এই দলের কাছ থেকে এর বেশি কিছু প্রত্যাশা করারও সুযোগ নেই বলে মন্তব্য করেন তিনি।
ভারতের বিপক্ষে পাকিস্তানের পারফরম্যান্স নিয়ে শোয়েব বলেন, “আগে ব্যাট করুক কিংবা পরে, পাকিস্তান ১৩০ রানের বেশি করতে পারত না। সেটাই হয়েছে। এটা হতাশাজনক পারফরম্যান্স নয়, বরং ভয়াবহ। তবে একটা ভালো দিক হলো—আমরা সাইম আইয়ুবকে স্পিনার হিসেবে পেয়েছি, এটা ইতিবাচক।”
পাকিস্তান দলের কৌশলগত দিক নিয়েও ক্ষোভ ঝাড়েন শোয়েব। তিনি বলেন, “আমাদের ক্রিকেটের মান এখন প্রকাশ্য। কোনো কৌশল নেই, সিঙ্গেল নিতে পারে না। এমনকি মানসম্পন্ন ব্যাটারও নেই। ভারতের সূর্যকুমার যাদবকে দেখুন—সুইপ মারছে, কাট করছে, আবার সিঙ্গেলও নিচ্ছে। আমরা সহযোগী দেশগুলোর চেয়ে সামান্য ভালো দল মাত্র।”
রবিবার টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমেই হোঁচট খায় পাকিস্তান। সাহিবজাদা ফারহান ৪০ রান করলেও খেলেছেন কচ্ছপ গতিতে। শেষদিকে শাহিন শাহ আফ্রিদির ঝড়ো ১৬ বলে ৩৩ রান পাকিস্তানকে কোনোমতে ১২৭ রানে পৌঁছে দেয়। জবাবে ভারতের ব্যাটাররা সহজেই ম্যাচ শেষ করে ফেলে। মাত্র ১৫.৫ ওভারেই তারা লক্ষ্যে পৌঁছে যায়।
বিডি প্রতিদিন/আশিক