ইসলামী ঐক্য আন্দোলনের আমির ড. মাওলানা মুহাম্মদ ঈসা শাহেদী বলেছেন, প্রাইমারি স্কুলে নাচ-গানের ও ট্রান্স জেন্ডার শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত প্রত্যাহার এবং ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে। তিনি বলেন, অভিভাবকরা কোমলমতি শিশু-কিশোরদের নাচ-গান শেখানোর জন্য প্রাইমারি স্কুলে পাঠায় না। পক্ষান্তরে দেশের মানুষ বছরের পর বছর ধরে প্রাইমারি স্কুলে ধর্মীয় শিক্ষাদানের জন্য আলেম বা ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জানিয়ে আসছে, অথচ অন্তর্বর্তী সরকার একজন ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবির প্রতি সম্পূর্ণ উপেক্ষা প্রদর্শন করেছে। জেলা সেক্রেটারি শহীদ মাওলানা আমীনুল হক নোমানী স্মরণে গতকাল ভোলা জেলা পরিষদ মিলনায়তনে তিনি একথা বলেন।