কাতারে রাজধানী দোহার ডুসিত ডি-২ হোটেলে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণদের সম্মাননা ও কেক কাটার মধ্য দিয়ে গতকাল আইইবি কাতার চ্যাপ্টারের আয়োজনে ইঞ্জিনিয়ার্স ডে পালিত হয়েছে।
সংগঠনের চেয়ারম্যান প্রকৌশলী আরিফ উদ্দৌলা পাহলোয়ানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রকৌশলী আজিজুর রহমানের সার্বিক তত্বাবধানে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাষ্ট্রদূত মো. হযরত আলী খান।
জাকারিয়া ফেরদৌস ও রায়হান আলীর পরিচালনায় অনুষ্ঠানে ওয়েস্ট ম্যানেজমেন্ট বাই এ আই এর উপর সেমিনার উপস্থাপন করেন কাতার ইউনিভার্সিটির লেকচারার ড. অমিত খন্দকার মো. আব্দুল্লাহ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন নুরুল কবির চৌধুরী ও প্রকৌশলী মনিরুল হকসহ বিভিন্ন দেশের প্রকৌশলী,দূতাবাসে ঊর্ধ্বতন কর্মকর্তা ও ফ্যামেলিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল অন্যতম।
রাষ্ট্রদূত সংগঠনের কার্যক্রমের প্রশংসার পাশাপাশি কাতারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সেক্টরে আরো বেশি বাংলাদেশি প্রকৌশলী কাজ করার আশা ব্যক্ত করেন।
বিডি প্রতিদিন/নাজিম