নারায়ণগঞ্জের রূপগঞ্জে বকেয়া বেতনভাতা দাবিতে একটি রি-রোলিং মিলের শ্রমিকরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন। তারা মহাসড়কে টায়ারে আগুন জ্বালিয়ে এবং গাছের গুঁড়ি ফেলে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। এতে সড়কের উভয় দিকে যানবাহন চলাচল বন্ধ হয়ে চরম ভোগান্তিতে পড়েন যাত্রী সাধারণ ও পথচারীরা। গতকাল রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার আরিয়াবো এলাকার প্রিমিয়ার স্টিল রি-রোলিং মিলের শ্রমিকরা এ কর্মসূচি পালন করেন। বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, প্রিমিয়ার স্টিল রি-রোলিং মিলে ২ শতাধিক শ্রমিক কর্মচারী কাজ করেন। ওসি তরিকুল ইসলাম বলেন, উভয় পক্ষের সঙ্গে কথা বলে সমাধানের চেষ্টা চলছে।
বর্তমানে ঢাকা-সিলেট মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।