পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সুটিয়াকাঠি এলাকার জাহান আরা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে এক বিরল ঘটনা ঘটেছে। একই দেহে দুটি মাথা বিশিষ্ট এক নবজাতক ছেলে শিশুর জন্ম দিয়েছেন উপজেলার গুয়ারেখা এলাকার চৈতী মণ্ডল নামে এক মা। মঙ্গলবার রাতে সিজারিয়ান অস্ত্রোপচারের মাধ্যমে শিশুটির প্রসব করান চিকিৎসক ডা. নরেশ চন্দ্র বড়াল। চিকিৎসক জানান, গর্ভাবস্থায় রোগী পটুয়াখালীতে চিকিৎসা নেন।