নারায়ণগঞ্জের ফতুল্লা চানমারি এলাকায় ১৬ মাদকসেবীকে আটক করা হয়েছে। পরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হুদার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত তাদের বিভিন্ন মেয়াদে দণ্ড দেন। গতকাল রাতে এ অভিযান চলে। গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন- আসিফ, তারা মিয়া, মোক্তার হোসেন, বাচ্চু, জসীম উদ্দিন। অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, ওই এলাকায় দীর্ঘদিন ধরে মাদক সেবন ও কেনাবেচা চলছিল ছিল।