নারায়ণগঞ্জের আদালত চত্বরে সন্তানের সামনে মা-বাবাকে মারধরের ঘটনায় মামলা নিয়েছে ফতুল্লা থানা পুলিশ। মামলায় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানসহ ৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১২ জনকে আসামি করা হয়েছে। গতকাল বিষয়টি নিশ্চিত করেন নারায়ণগঞ্জ পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জসিম উদ্দিন। মামলার অন্য আসামিরা হলেন- ইসমাইল, হিরণ, শাহালম, টিটু, রাসেল ব্যাপারি, অ্যাডভোকেট খোরশেদ আলম, আলামিন শাহা এবং বিল্লাল হোসেন। মামলার বাদী রাজিয়া সুলতানা জানান, থানা থেকে আমাকে ফোন করে জানানো হয়েছে, মামলাটি নেওয়া হয়েছে।