দিনাজপুরে সাড়ে ৩০০ বছর ধরে চলে আসা সনাতন ধর্মাবলম্বীদের গোষ্ঠ পূজা ও মেলায় ছিল দর্শনার্থীর ঢল। প্রতি বছরের মতো গতকালও দিনাজপুর শহরের আনন্দসাগর শিবমন্দির প্রাঙ্গণে এ গোষ্ঠ পূজার আয়োজন করা হয়। সকালে দিনাজপুর রাজবাটী কালিয়াজিউ মন্দির থেকে রাধা-কৃষ্ণের মূর্তি নগ্ন পদব্রজে আনন্দসাগর এলাকায় শ্রীশ্রী গোষ্ঠধাম শিবমন্দিরের পাশে নিয়ে আসা হয়। পূজা উদ্যাপন পরিষদ নেতা উত্তম রায় জানান, কালীপূজার পরের অষ্টমীকেই গোষ্ঠ অষ্টমী বলা হয়।
পূজা ও মেলা দেখতে বিভিন্ন এলাকা থেকে সনাতন ধর্মপ্রাণ হাজার হাজার দর্শনার্থী ও পুণ্যার্থী আসেন এখানে। হিন্দু সম্প্রদায়ের মতে, বিশেষ এ দিনটিতে সবার মঙ্গল কামনা করেছেন তারা।
ভক্তরা জানান, প্রচলিত আছে, গোষ্ঠ অষ্টমীর দিনে ভগবান শ্রীকৃষ্ণ কালিয়া নাগকে দমন করেছিলেন। এ ছাড়া আশ্বিন-কার্তিক মাসে অভাবের কারণে এ অঞ্চলের মানুষ বলে থাকেন গোষ্ঠ গেলে কষ্ট শেষ হয়ে যায়। কার্তিক মাসে নতুন ধান ওঠে আর ঘরে ঘরে শুরু হয় নবান্ন উৎসব। ভক্তরা পরিবার-পরিজন নিয়ে এখানে আসেন। সারা দিন এখানে থেকে রান্না করে খান এবং পূর্জা-অর্চনা করে সবার মঙ্গল কামনা করেন।
রাজদেবোত্তর এস্টেট দিনাজপুরের এজেন্ট রঞ্জিত রায় জানান, দিনাজপুর রাজবাটীস্থ কালিয়াজিউ মন্দির থেকে রাধা-কৃষ্ণ পালকিতে করে নিয়ে আনা হয়।