ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টানা দুই ম্যাচ হেরে ইতিমধ্যে টি-টোয়েন্টি সিরিজ খুঁইয়েছে বাংলাদেশ।
চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে বুধবার রাতে ১৫০ রানের লক্ষ্যে খেলতে নেমে ১৩৫ রানে গুটিয়ে যায় স্বাগতিকরা। ১৪ রানের জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নিয়েছে ক্যারিবীয়রা।
এখন সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের লক্ষ্য হোয়াইটওয়াশ, আর বাংলাদেশের লক্ষ্য মান রক্ষা। আগামী শুক্রবারের সেই ম্যাচে কোনো পরিবর্তন আনেনি টিম ম্যানেজমেন্ট — অপরিবর্তিত স্কোয়াড নিয়েই মাঠে নামবে বাংলাশে।
বাংলাদেশের টি-টোয়েন্টি দল:
লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহীদ হৃদয়, জাকের আলী, শামীম হোসেন, কাজী নুরুল হাসান সোহান, শেখ মেহেদি হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।
বিডি প্রতিদিন/নাজিম