ব্যর্থতা ভুলে সিরিজে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে দ্বিতীয় টি-টোয়েন্টিতে আজ সন্ধ্যা ৬টায় ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ। প্রথম ম্যাচের হারের ধাক্কা কাটিয়ে একাদশে হতে পারে একাধিক পরিবর্তন।
সিরিজে টিকে থাকার ম্যাচে একাদশে পরিবর্তন নিয়ে ভাবনা চলছে। তিনটি ওয়ানডে ও প্রথম টি-টোয়েন্টি খেলা মোস্তাফিজুর রহমানকে বিশ্রাম দেওয়া হতে পারে। তাসকিন আহমেদকেও বিশ্রাম দেওয়া হতে পারে। কম্বিনেশনে থাকতে পারে তিন স্পিনার ও দুই পেসার। শামীম ইসলামের জায়গায় দেখা যেতে পারে জাকের আলীকে। ফিরতে পারেন শেখ মেহেদী ও শরিফুল ইসলাম।
দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশের সম্ভাব্য একাদশ:
লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, তাওহীদ হৃদয়, নুরুল হাসান সোহান, জাকের আলী, রিশাদ হোসেন, শেখ মেহেদী, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও নাসুম আহমেদ।
বিডি প্রতিদিন/মুসা