আকাশসমান স্বপ্ন নিয়ে ‘মরুরাজ্য’ সংযুক্ত আরব আমিরাতে উড়ে যান লিটনরা। ঢাকা ছাড়ার আগে দেশবাসীকে স্বপ্ন দেখিয়েছিলেন এশিয়া কাপে প্রথমবার শিরোপা জয়ের। স্বপ্ন দেখানোর হাজারো কারণ ছিল লিটনদের। শ্রীলঙ্কা, পাকিস্তান ও নেদারল্যান্ডসের বিপক্ষে টানা সিরিজ জয় লিটন বাহিনীর আত্মবিশ্বাস জুগিয়েছে। আবুধাবিতে টি-২০ এশিয়া কাপ খেলতে নেমেই লিটন বাহিনী টের পেয়েছে, সিরিজ আর মহাদেশীয় টুর্নামেন্টের পার্থক্য। প্রথম ম্যাচে হংকংকে বলে কয়ে উড়িয়ে দেয় টাইগাররা। শ্রীলঙ্কার বিপক্ষে পরের ম্যাচে হেরে হোঁচট খায় আত্মবিশ্বাসে। ছয়বারের এশিয়া চ্যাম্পিয়নদের বিপক্ষে ম্যাচটিতে নিজেদের মেলে ধরতে না পেরে ৩২ বল আগে হেরেছেন লিটনরা। ৬ উইকেটের হারে এখন সুপার ফোর খেলতে সমীকরণের মারপ্যাঁচে পড়ে গেছে বাংলাদেশ।
মহাদেশীয় কাপে বাংলাদেশ খেলছে ‘বি’ গ্রুপে। গ্রুপের অপরাপর দলগুলো হংকং, শ্রীলঙ্কা ও আফগানিস্তান। হংকংয়ের বিপক্ষে জিতে টুর্নামেন্টে দারুণ শুরু করে টাইগাররা। পরের ম্যাচে ওপরের সারির ব্যাটারদের ব্যর্থতায় শ্রীলঙ্কার কাছে হেরে যায়। এ হারে এখন সুপার ফোরের আগে গ্রুপ পর্ব থেকে ছিটকে পড়ার আশঙ্কায় বাংলাদেশ। দুই ম্যাচে একটি করে জয় ও হারে লিটন বাহিনীর পয়েন্ট ২। রানরেট -০.৬৫০। হংকংয়ের বিপক্ষে জয়ে আফগানিস্তানের পয়েন্ট ২। রানরেট ৪.৭০০। বাংলাদেশকে হারিয়ে শ্রীলঙ্কার পয়েন্ট ২ ও রানরেট ২.৫৯৫। দুবাইয়ে শ্রীলঙ্কা আজ মুখোমুখি হবে হংকংয়ের। ম্যাচে ফেবারিট হয়ে খেলবেন হাসারাঙ্গা, চারিথ আশালাঙ্কারা। জিতলে দলটির পয়েন্ট হবে টানা দুই জয়ে ৪। রানরেটও বেড়ে যাবে। হেরে গেলে অন্য হিসাব। আবুধাবিতে মুখোমুখি হবে স্বাগতিক আমিরাত ও ওমান। দ্বীপরাষ্ট্রের বিপক্ষে হেরে সুপার ফোরে না খেলার শঙ্কায় পড়েছে বাংলাদেশ। তবে সম্ভাবনা টিকেও রয়েছে মুদ্রা উল্টো পিঠের মতো! এজন্য আগামীকাল আবুধাবিতে হারাতেই হবে রশিদ খান, মোহাম্মদ নবীদের আফগানিস্তানকে। যদি আফগানদের হারাতে পারে, তখন লিটন বাহিনীর পয়েন্ট হবে ২ জয়ে ৪। রানরেট পজিটিভ হবে। অবশ্য আরও একটি ম্যাচের ফল মহাগুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। ১৮ সেপ্টেম্বর আফগানিস্তান-শ্রীলঙ্কা ম্যাচটির ফল। যদি শ্রীলঙ্কা ম্যাচটি জিতে যায়, তখন পয়েন্ট ও রানরেটের হিসেব আসবে। বাংলাদেশ যদি হারায় আফগানিস্তানকে এবং শ্রীলঙ্কা জিতে যায় রশিদ বাহিনীর বিপক্ষে। তখন আফগানদের পয়েন্ট হবে ২ এবং রানরেট কমে যাবে। বাংলাদেশের পয়েন্ট হবে ৪। সহজেই পয়েন্টের হিসাবে সুপার ফোর খেলবেন লিটনরা। শ্রীলঙ্কারও একই সমীকরণ হবে, যদি দলটি হংকং ও আফগানিস্তানের কাছে হেরে যায়। দলটির পয়েন্ট হবে ২। সমীকরণের এমন মারপ্যাঁচে সুপার ফোরে খেলতে সবার আগে আফগানিস্তানকে আগামীকাল হারাতেই হবে। হারলে আবুধাবিই শেষ হয়ে যাবে লিটন, মুস্তাফিজদের টি-২০ এশিয়া কাপ মিশন।