ক্রিকেটটাকে আরও বেশি আকর্ষণীয়, চিত্তাকর্ষক ও দর্শকগ্রাহ্যতা বাড়াতে হংকং ক্রিকেট বোর্ড সিক্স-এ-সাইড ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করছে নিয়মিত। ১৯৯২ সাল থেকে নিয়মিত অনুষ্ঠিত হচ্ছে সিক্স-এ-সাইড ক্রিকেট। বাংলাদেশও প্রায় খেলছে টুর্নামেন্টে। তবে সাফল্য নেই বললেই চলে। সর্বোচ্চ সাফল্য গত আসরের সেমিফাইনাল। হংকংয়ের টিন কুয়ং রোড রিক্রিয়েশন গ্রাউন্ডে আগামী ৭-৯ নভেম্বর অনুষ্ঠিত হবে ১২ দলের টুর্নামেন্ট। বাংলাদেশকে নেতৃত্ব দেবেন ২০২০ সালে অনূর্ধ্ব-১৯ যুব বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক আকবর আলি। সিক্স-এ-সাইড টুর্নামেন্টের ২১তম আসরে অংশগ্রহণের জন্য গতকাল সাত সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। গত বছর এ টুর্নামেন্টে খেলা দুই ক্রিকেটার সিমিং অলরাউন্ডার আবু হায়দার রনি ও জিশান আলম রয়েছেন। জিশান গত টুর্নামেন্টে ১৫২ রান করেছিলেন। উইকেট নিয়েছিলেন ৬টি। জায়গা হয়েছে আরেক সিমিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিনের। গত বছর তিনি ৩ উইকেট পেয়েছিলেন। রয়েছেন স্পিন অললাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত, বাঁ-হাতি স্পিনার রাকিবুল হাসান, সিমিং অলরাউন্ডার তোফায়েল আহমেদ। বাংলাদেশ গ্রুপে রয়েছে শ্রীলঙ্কা ও হংকং। আকবর বাহিনী ম্যাচ দুটি খেলবে ৭ নভেম্বর। চার গ্রুপের সেরা দুটি দল খেলবে কোয়ার্টার ফাইনাল। ফাইনাল ৯ নভেম্বর।
বাংলাদেশ দল : আকবর আলী (অধিনায়ক), আবু হায়দার, জিসান আলম, মোহাম্মদ সাইফউদ্দিন, মোসাদ্দেক হোসেন সৈকত, রাকিবুল হাসান ও তোফায়েল আহমেদ।