মধুর প্রতিশোধ নিয়েছে দক্ষিণ আফ্রিকা। নারী বিশ্বকাপের লিগ পর্বের হারের প্রতিশোধ নিয়েছে সেমিফাইনাল জিতে ফাইনালে উঠে। দক্ষিণ আফ্রিকা পুরুষ ক্রিকেট দলকে বলা হয় চোকার্স। বিশ্ব ক্রিকেটের কোনো টুর্নামেন্টে শিরোপা জিততে পারেনি ২৭ বছর। অবশেষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে সেই বন্ধ্যাত্ম ঘুচিয়েছে। একই অবস্থা ছিল নারী ক্রিকেটারদেরও। অবশেষে সেই অবস্থা থেকে বেরিয়েছে নারী ক্রিকেট দলও। চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হকচকিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠেছে দক্ষিণ আফ্রিকা। ফাইনালে উঠতে আফ্রিকা গতকাল গুয়াহাটিতে ১২৫ রানে হারিয়েছে ইংল্যান্ডকে। দক্ষিণ আফ্রিকাকে প্রথমবারের মতো বিশ্বকাপে টেনে তোলার নায়িকা ২৬ বছর বয়সি অধিনায়ক লরা উলভার্ট। খেলেছেন ১৬৯ রানের নান্দনিক এক ইনিংস। নারী বিশ্বকাপের নক আউট ম্যাচ, মানে সেমিফাইনাল কিংবা ফাইনালে এটা তৃতীয় ব্যক্তিগত সর্বোচ্চ স্কোর। ২০১৭ সালের বিশ্বকাপে ভারতের হারমানপ্রীত কাউর সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৭১ রান করেছিলেন। যা ব্যক্তিগত সর্বোচ্চ। ২০২২ সালের বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে ১৭০ রান করেছিলেন অ্যালিসা হিলি। তিন নম্বরে উলভার্ট, ১৬৯ রান করেন। অধিনায়ক হিসেবে এটা আবার দ্বিতীয় সর্বোচ্চ। সর্বোচ্চ স্কোর অস্ট্রেলিয়ার বেলিন্ডা ক্লার্কের। ১৯৯৭ সালে মুম্বাইয়ে ডেনমার্কের বিরুদ্ধে ১৫৫ বলে ২১৯ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন। অবশ্য সেমিফাইনাল ও ফাইনাল মিলিয়ে অধিনায়ক হিসেবে উলভার্টের ইনিংসটি সর্বোচ্চ। ক্লার্ক করেছিলেন গ্রুপ ম্যাচে। উলভার্টের ক্যারিয়ারের এটা দ্বিতীয় সর্বোচ্চ ইনিংস। ব্যক্তিগত সর্বোচ্চ স্কোর অপরাজিত ১৮৪ রান, শ্রীলঙ্কার বিপক্ষে। গতকাল ১৪৯ রান করেন ১৪৩ বলে ২০ চার ও ৪ ছক্কায়। তিনি প্রথম হাফ সেঞ্চুরি করেন ৫২ বলে। সেঞ্চুরি করেন ১১৫ বলে। শেষ ৬৯ রান ২৮ বলে। বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকা প্রথম ব্যাটিংয়ে ৭ উইকেটে ৩১৯ রান করে। জবাবে ইংল্যান্ড অলআউট হয় ৪২.৩ ওভারে ১৯৪ রানে। চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের গুড়িয়ে দেন ৩৫ বছর বয়সি ম্যারিঝান ক্যাপ। ডান হাতি পেসারের স্পেল ৭-৩-২০-৫। নারী বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার এটা দলগত সর্বোচ্চ স্কোর। ২ নভেম্বর মুম্বাইয়ের এস পাটিল স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকা ফাইনাল খেলবে। ফাইনালে দ্বিতীয় দল হতে আজ দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে স্বাগতিক ভারত ও বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। অ্যালিসা হিলির অস্ট্রেলিয়া রেকর্ড ৭ বারের বিশ্বচ্যাম্পিয়ন এবং আরও দুবার ফাইনাল খেলেছে। ভারত দুবারের রানার্সআপ। দুই দলের লিগ পর্বের ম্যাচে অস্ট্রেলিয়া জিতেছিল ৩ উইকেটে। ভারতের ৩৩০ রান টপকে গিয়েছিল হিলির ১৪২ রানে করে। অবশ্য লিগ পর্বে দক্ষিণ আফ্রিকাকে ৬৯ রানে অলআউট করে ১০ উইকেট জিতেছিল ইংল্যান্ড।
শিরোনাম
- হারের পর বোলারদের ‘সরি’ বললেন লিটন
- মেট্রো রেলে ঝাঁকুনি, কারওয়ান বাজার-আগারগাঁও রুটে চলাচল বন্ধ
- স্বর্ণের দাম ভরিতে বাড়লো ৮ হাজার ৯০০ টাকা
- এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় ওয়েস্ট ইন্ডিজের
- ৪৮তম বিশেষ বিসিএসে বাড়ছে না চিকিৎসকের পদ
- সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার রোধে দুই সেল গঠনের চিন্তা
- সারাদেশে পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ১৪৩২
- মাদক মুক্ত সমাজ ব্যবস্থা চালু করতে না পারলে পিছিয়ে যাব : এ্যানি
- টিকটক প্রতিনিধিদের সঙ্গে সিইসির বৈঠকে ‘অপপ্রচার’ ঠেকাতে আলোচনা
- বন্দরের বাড়তি ট্যারিফ নিয়ে শীঘ্রই স্টেকহোল্ডারদের সাথে বৈঠক হবে : আমীর হুমায়ুন
- সিরিজে টিকে থাকতে বাংলাদেশের দরকার ১৫০ রান
- নির্বাচনকালে নিজ বা শ্বশুরবাড়ি এলাকায় পোস্টিং হবে না
- শিক্ষায় পচন এত যে কমিশন করলেই সেরে যাবে না : পরিকল্পনা উপদেষ্টা
- প্লট দুর্নীতি : হাসিনা-পুতুল-জয়ের বিরুদ্ধে আরও ৮ জনের সাক্ষ্য
- সংস্কার কমিশনের প্রতিবেদন বই আকারে প্রকাশে প্রধান উপদেষ্টার আহ্বান
- আগামীর নতুন বাংলাদেশ হবে শিক্ষানির্ভর : আমীর খসরু
- মেট্রোরেল যাত্রীদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন না হওয়ার অনুরোধ ডিএমটিসিএলের
- ক্লাস শুরুর দাবিতে অনশনে প্রস্তাবিত সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা
- জলবায়ু পরিবর্তন সভ্যতাকে শেষ করবে না : বিল গেটস
- স্কুলে ভর্তিতে লটারি পদ্ধতি বহাল থাকছে আগামী শিক্ষাবর্ষেও
প্রকাশ:
০০:০০, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
আপডেট:
০১:৪৯, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
দক্ষিণ আফ্রিকা ফাইনালে
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর