উয়েফা নারী নেশন্স লিগে ফাইনাল নিশ্চিত করেছে স্পেন ও জার্মানির মেয়েরা। সেমিফাইনালের দ্বিতীয় লেগে স্পেন ১-০ গোলে হারিয়েছে সুইডেনকে। প্রথম লেগে স্প্যানিশ মেয়েরা ৪-০ গোলে উড়িয়ে দিয়েছিল সুইডিশ মেয়েদের। দুই লেগ মিলিয়ে ৫-০ ব্যবধানে জিতে ফাইনাল নিশ্চিত করেছে স্পেন। অপর সেমিফাইনালে মঙ্গলবার ২-২ গোলে ড্র করেছে ফ্রান্স-জার্মানি। প্রথম লেগে ফরাসি মেয়েদের ১-০ গোলে হারিয়েছে জার্মান মেয়েরা। দুই লেগ মিলিয়ে ৩-২ ব্যবধানে জিতে ফাইনালে স্থান করে নিয়েছে জার্মানি। আগামী ২৮ নভেম্বর ও ২ ডিসেম্বর দুই লেগের ফাইনালে মুখোমুখি হবে স্পেন-জার্মানি। উয়েফা নারী নেশন্স লিগের প্রথম আসরে চ্যাম্পিয়ন হয় স্প্যানিশ মেয়েরা। সেবার ফাইনালে তারা পরাজিত করে ফ্রান্সকে।
আরও একবার নেশন্স লিগ জয় করতে চলেছে স্পেন? ছেলেদের মতো মেয়েদের ফুটবলেও আধিপত্য দেখিয়ে চলেছে স্পেন। গতবার বিশ্বকাপে তারা ফাইনালে পরাজিত করে ইংলিশ মেয়েদের। অবশ্য গত জুলাইয়ে ইউরো কাপের ফাইনালে স্প্যানিশ মেয়েদের হারিয়েই চ্যাম্পিয়ন হয় ইংল্যান্ডের মেয়েরা। অবশ্য ইউরোপসেরা হওয়ার সুযোগ অপেক্ষা করছে স্পেনের সামনেও।