ভাঙ্গায় বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যের উপস্থিতিতে সোমবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক ছিলো। সকাল সাড়ে ১০ টার পর আন্দোলনকারীরা মহাসড়কের দখল নিয়ে নেয়।
মুহূর্তে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। মহাসড়কে মিছিল স্লোগানে উত্তাল করে রেখেছে আন্দোলনকারীরা।
ভাঙ্গার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-৪ আসন থেকে কেটে ফরিদপুর-২ (নগরকান্দা-সালথা) আসনের সাথে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে ভাঙ্গায় আন্দোলন চলছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন