ভাঙ্গায় বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যের উপস্থিতিতে সোমবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক ছিলো। সকাল সাড়ে ১০ টার পর আন্দোলনকারীরা মহাসড়কের দখল নিয়ে নেয়।
মুহূর্তে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। মহাসড়কে মিছিল স্লোগানে উত্তাল করে রেখেছে আন্দোলনকারীরা।
ভাঙ্গার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-৪ আসন থেকে কেটে ফরিদপুর-২ (নগরকান্দা-সালথা) আসনের সাথে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে ভাঙ্গায় আন্দোলন চলছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        