জুলাই সনদ বাস্তবায়নসহ পাঁচ দফা দাবিতে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। গতকাল রাজধানীর পুরানা পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরে কর্মসূচি ঘোষণা করেন দলটির আমির মাওলানা মামুনুল হক। যুগপৎ কর্মসূচি ঘোষণা উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। কর্মসূচিতে রয়েছে- ১৮ সেপ্টেম্বর বিকালে ঢাকায় বায়তুল মোকাররম মসজিদের সামনে বিক্ষোভ মিছিল, ১৯ সেপ্টেম্বর সব বিভাগীয় শহরে ও ২৬ সেপ্টেম্বর সব জেলা ও উপজেলায় বিক্ষোভ মিছিল। সংবাদ সম্মেলনে মামুনুল হক পাঁচ দফা দাবি ঘোষণা করেন।
জুলাই সনদের আইনি ভিত্তি অর্জন করতে হবে : বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেছেন, জুলাই সনদের আইনি ভিত্তি অর্জন করতে হবে। জুলাই সনদের ভিত্তিতে আগামীর বাংলাদেশ গড়বার নিশ্চয়তা আদায় করতে হবে। জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া, জুলাই সনদের ভিত্তি ছাড়া আগামী ২০২৬ এর ফেব্রুয়ারির নির্বাচন হবে না। কাজেই জুলাই সনদকে বাস্তবায়ন করতে হবে এবং এটা এখনই করতে হবে।