ইংলিশ প্রিমিয়ার লিগে জয় পাওয়া কঠিন এক রাতে পয়েন্ট হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। শনিবার নটিংহ্যাম ফরেস্টের মাঠে রোমাঞ্চকর লড়াইয়ে ২-২ গোলে ড্র করেছে এরিক টেন হাগের দল।
ম্যাচের প্রথমার্ধে এগিয়ে থেকে বিরতিতে যায় ইউনাইটেড। ৩৪তম মিনিটে ব্রুনো ফার্নান্দেসের কর্নার থেকে হেডে গোল করেন অভিজ্ঞ মিডফিল্ডার কাসেমিরো। তবে গোলটি ঘিরে বিতর্ক তৈরি হয়, ফরেস্টের খেলোয়াড় ও কোচের দাবি ছিল, ওই কর্নার ইউনাইটেডের প্রাপ্য নয়। রেফারির সিদ্ধান্তে অসন্তুষ্ট হয়ে তারা প্রতিবাদ জানায়।
দ্বিতীয়ার্ধে শুরুতেই ম্যাচে ফিরে আসে স্বাগতিকরা। ৪৮তম মিনিটে রায়ান ইয়েটসের ক্রসে দারুণ হেডে গোল করে সমতা ফেরান ফরেস্ট অধিনায়ক মর্গ্যান গিবস-হোয়াইট। মাত্র ৯০ সেকেন্ড পরই নিকোলো সাভোনা কাছ থেকে বল জালে পাঠিয়ে দলকে এগিয়ে দেন।
তবে শেষ দিকে হাল ছাড়েনি ইউনাইটেড। ৮১তম মিনিটে কর্নার থেকে বল পেয়ে দূরপাল্লার শটে গোল করেন আমাদ দিয়ালো, আর তাতেই রক্ষা পায় দলটি পরাজয়ের হাত থেকে।
এই ড্রয়ে ১০ ম্যাচে ৫ জয় ও ২ ড্রয়ে ১৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। সমান ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে ১৭তম স্থানে নটিংহ্যাম ফরেস্ট। ১০ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে আর্সেনাল।
বিডি প্রতিদিন/মুসা