চটকদার বিজ্ঞাপন দিয়ে এক হাজার টাকায় চারটি থ্রিপিস বিক্রির নামে চাঁপাইনবাবগঞ্জে প্রতারণার অভিযোগ উঠেছে। শনিবার (১ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত শহরের শান্তিমোড় সংলগ্ন দিবানিশি ক্লিনিকের সামনে নতুন চালু হওয়া ‘উত্তরবঙ্গ বাটিক হাউস’ শোরুমে এই ঘটনা ঘটে।
প্রতিষ্ঠানটি উদ্বোধনের দিন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া বিজ্ঞাপন ও প্রচারণার ভিত্তিতে সকাল থেকেই জেলার বিভিন্ন প্রান্ত থেকে হাজারো নারী সেখানে জড়ো হন। সকাল ১০টায় উদ্বোধনের কথা থাকলেও দুপুর গড়িয়ে গেলেও শোরুমের দরজা খোলা হয়নি। এতে বিক্ষুব্ধ হয়ে পড়েন উপস্থিত নারীরা।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, এক হাজার টাকায় চারটি থ্রিপিস বিক্রির ঘোষণা দিয়ে ‘উত্তরবঙ্গ বাটিক হাউস’ ব্যাপক প্রচারণা চালায়। সকাল ৭টা থেকেই নারী ক্রেতারা দোকানের সামনে সারিবদ্ধভাবে অপেক্ষা করতে থাকেন। দুপুর নাগাদ কয়েক হাজার নারী ভিড় জমালে এলাকায় যানজটের সৃষ্টি হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে হিমশিম খায়। বারবার জানানো হয় যে থ্রিপিস বিক্রি বন্ধ করা হয়েছে, তবুও বেলা ৩টা পর্যন্ত অনেক নারী শোরুমের সামনে অবস্থান নেন।
উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে দুপুর ১২টার দিকে জনপ্রিয় কৌতুক অভিনেতা ও মডেল আবু হেনা রনি সেখানে উপস্থিত হলেও ভিড়ের কারণে তিনি অনুষ্ঠান করতে পারেননি। কয়েক দফা নারীদের সরে যেতে অনুরোধ করেও ব্যর্থ হন তিনি।
ভুক্তভোগী তাসলিমা বেগম বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজ্ঞাপন দেখে সকালে চলে এসেছিলাম। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষার পরও শোরুমের দরজা খোলা হয়নি।
কলেজছাত্রী সুমাইয়া খাতুন বলেন, এই অফারটি নিয়ে টিকটকে প্রচারণা চালানো হয়। অনেকেই দূরদূরান্ত থেকে এসেছেন। পরে জানানো হয়, অফারটি বন্ধ।
স্থানীয় বাসিন্দা সাগর আহমেদ বলেন, তারা নাকি মাত্র ৩০০ জনকে থ্রিপিস দেবে, কিন্তু সেখানে কয়েক হাজার নারী ভিড় করেছিলেন। দুপুরে হঠাৎ ঘোষণা আসে—অফার শেষ।
অভিযোগ অস্বীকার করে উত্তরবঙ্গ বাটিক হাউসের স্বত্বাধিকারী আব্দুল বারী বলেন, আমাদের অফারটি ছিল সীমিত সংখ্যক ক্রেতার জন্য। উপস্থিতি অপ্রত্যাশিতভাবে বেড়ে যাওয়ায় শোরুম খোলা সম্ভব হয়নি।
তবে তিনি পুলিশের কাছে আগাম অনুমতি নেওয়ার দাবি করলেও তা নাকচ করেছেন চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মতিউর রহমান। তিনি বলেন, “আমরা আগে থেকে কিছু জানতাম না। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি।”
এই ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়েছে এবং প্রতারণার শিকার নারীরা প্রশাসনের কাছে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
বিডি প্রতিদিন/হিমেল