বগুড়া সদর উপজেলার নামুজা ইউনিয়নের ভান্ডারীপাড়া গ্রামে জমিজমা ও দীর্ঘদিনের বিবাদের জের ধরে আমিনুর ইসলাম (৪৫) এবং তার স্ত্রী তানজিলা বিবিকে (৪০) মারধর করা হয়েছে। দুজনকেই বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানিয়েছে, শনিবার সকালে আমিনুর ইসলাম তার পেঁয়াজের জমিতে বৃষ্টির পানি সেচ দিতে গেলে তার স্ত্রীর চাচাতো ভাই মো মানিক (৪২) এবং তার পরিবারের ৭-৮ সদস্য মিলে তাদের ওপর হামলা চালান। তারা দুজনকে মারধর করার পাশাপাশি নালার পানিতে ডুবিয়ে হত্যার চেষ্টা করেন। হামলায় দুজনের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত লেগেছে। পরে তানজিলার বাবা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান।
আমিনুর ইসলাম জানান, মানিক দীর্ঘদিন ধরে তাদের মারধর ও গ্রামছাড়া করার হুমকি দিচ্ছিলেন। তানজিলা বলেন, মানিক তার ভাইদের সফলতা দেখে হিংসা করতেন এবং বিভিন্নভাবে ক্ষতি করার চেষ্টা চালাতেন। এর আগে তিনি তার উঠান থেকে রাতের বেলা ধান চুরি করার মতো ঘটনা ঘটিয়েছিলেন।
ভুক্তভোগীদের পরিবারের সদস্যরা জানান, পটুয়াখালীতে আনসারের অফিসার হিসেবে কর্মরত মো জাহাঙ্গীর আলম এবং ঢাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক জিল্লুর রহমান থাকার কারণে বাড়ি ও জমি দেখাশোনা তাদের স্বামী–স্ত্রী করছেন। এতে ক্ষুব্ধ হয়ে মানিক ও তার সহযোগীরা এই হামলা চালিয়েছে।
জাহাঙ্গীর আলম জানিয়েছেন, দীর্ঘদিন ধরে মানিক ও তার সহযোগীরা তাদের ওপর হুমকি দিচ্ছে এবং ধারাবাহিকভাবে আজ হামলা চালিয়েছে। পরিবার বর্তমানে নিরাপত্তাহীনতায় রয়েছে। মামলার প্রক্রিয়া চলছে এবং প্রশাসনের কাছে যথাযথ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
বিডি-প্রতিদিন/আশফাক