জেলার হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলা ও দুটি পৌরসভা নিয়ে গঠিত চাঁদপুর-৫ আসনে বিএনপি, জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলনের প্রার্থীদের সবর উপস্থিতি রয়েছে। তারা বিভিন্ন কৌশলে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। এর মধ্যে বিএনপির মনোনয়নপ্রত্যাশীরা হলেন- দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার লায়ন মো. মমিনুল হক, জাতীয়তাবাদী ওলামা দলের সাবেক সভাপতি মাওলানা মো. নজরুল ইসলাম তালুকদার ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন। এ ছাড়া আসনটিতে জামায়াতে ইসলামীর প্রার্থী জেলার সহকারী সেক্রেটারি অধ্যাপক মাওলানা মো. আবুল হোসাইন ও ইসলামী আন্দোলনের মোহাম্মদ আলী পাটওয়ারী জনসংযোগ চালিয়ে যাচ্ছেন। তবে অন্য কোনো দলের প্রার্থীদের তৎপরতা দেখা যায়নি। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার লায়ন মো. মমিনুল হক বলেন, দীর্ঘ ১৭ বছর স্বৈরাচার সরকারের আন্দোলন সংগ্রামে নির্যাতন, মামলা-হামলা, জেলজুলুমের শিকার হয়েও নেতা-কর্মীদের আগলে রেখেছি। আমার বিশ্বাস, দল আমাকে মূল্যায়ন করবে। আমি বিপুল ভোটের ব্যবধানে জয়ী হব ইনশা আল্লাহ। ওলামা দলের সাবেক সভাপতি মাওলানা মো. নজরুল ইসলাম তালুকদার বলেন, আমাকে মনোনয়ন দিলে এবং জয়ী হতে পারলে সন্ত্রাস ও মাদকমুক্ত সংসদীয় আসন হিসেবে গড়ে তুলব।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন বলেন, ছাত্রদল দিয়ে রাজনীতি শুরু। দীর্ঘ আন্দোলন সংগ্রামে প্রবাসে থাকলেও হাজীগঞ্জ-শাহরাস্তি উপজেলায় বিএনপির নেতা-কর্মীদের খোঁজ-খবর ও সার্বিক সহযোগিতা করেছি। দল আমাকে মনোনয়ন দেবে বলে বিশ্বাস করি।
জামায়াতে ইসলামীর জেলা শাখার সহকারী সেক্রেটারি অধ্যাপক মাওলানা মো. আবুল হোসাইন বলেন, কোনো বাধা ছাড়াই নির্বাচনি প্রচার-প্রচারণা চালিয়ে যেতে পারছি। জনগণের ব্যাপক সমর্থন পাচ্ছি।