ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ দল। এমন হতাশাজনক পারফর্ম্যান্সের পর শনিবার গণমাধ্যমের মুখোমুখি হন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম।
তিনি বলেন, “গত টি-টোয়েন্টি সিরিজে আমাদের ধারাবাহিকতার জায়গায় কিছুটা বাধা এসেছে। এর আগে পরপর চারটা সিরিজ আমরা জিতেছি। সাধারণত এতটা অধারাবাহিকতা আমরা দেখি না। এবার কিছুটা ব্যত্যয় ঘটেছে। এটা অবশ্যই হতাশার, তবে বিষয়টা মেনে নিতে হবে।”
নুরুল হাসান সোহান ও জাকের আলির পারফর্ম্যান্স নিয়েও মন্তব্য করেন ফাহিম।
“যে ফ্লোতে ছিল আমাদের দল, সেখানে আরও ভালো পারফর্ম্যান্স আশা করেছিলাম। বিশেষ করে ব্যাটিংয়ে যে শক্তি আমরা দেখিয়েছি, এবার সেটা পুরোপুরি দেখা যায়নি। জাকের আলি অনিক কিংবা নুরুল হাসান সোহানের জায়গাগুলোতে আমরা ভালো রান পেতাম, কিন্তু এবার কিছুটা পিছিয়ে গেছি।”
তিনি আরও বলেন, “ব্যাটিংয়ে আত্মবিশ্বাস কমে গেছে। রান তাড়া করার সময় বা বড় স্কোর গড়ার সুযোগেও আমরা সেটি কাজে লাগাতে পারিনি। সাম্প্রতিক সময়ে ব্যাটিংয়ে যে শক্তি ছিল, এবার সেটা অনুপস্থিত।”
তবে ব্যর্থতাকে তিনি শেখার সুযোগ হিসেবেই দেখছেন।
“অনেক সময় ভালো পারফর্ম হয়, অনেক সময় হয় না। তবে এটা বোঝার মানসিকতা থাকতে হবে। সময়ের সঙ্গে দল আবারও আত্মবিশ্বাস ফিরে পাবে।”
বিডি প্রতিদিন/আশিক