সম্পর্ক ভাঙাগড়া মালাইকা অরোরার জীবনে নতুন কিছু নয়। তবে এবার আর ভাঙা নয়, দুটি হৃদয়ের জোড়া লাগার ইঙ্গিত মিলছে! যদিও এ বিষয়ে এখনো মুখ খোলেননি অভিনেত্রী।
গত বুধবার সন্ধ্যায় এনরিক ইগলেসিয়াসের ‘হাইভোল্টেজ’ কনসার্টে যোগ দিয়েছিলেন মালাইকা। সেখানেই রহস্যময় পুরুষের সঙ্গে তার ঘনিষ্ঠ রসায়ন ক্যামেরাবন্দি হয়। এদিন রং মিলিয়ে পোশাক পরেছিলেন দুজনেই। ছবি নেটভুবনে ছড়িয়ে পড়তেই শুরু কানাঘুষা। নেটিজেনদের কারও কারও মতে, নতুন প্রেমে মজেছেন মালাইকা!
বলিপাড়ায় কান পাতলে শোনা যাচ্ছে, মালাইকা যার প্রেমে পড়েছেন তার নাম হর্ষ মেহেতা। পেশায় হিরার ব্যবসায়ী। মালাইকার সঙ্গে তার বয়সের ফারাক উনিশ বছর। তবে জনৈকের দাবি, ভাইরাল ছবি-ভিডিওতে যে ছেলেটিকে দেখা যাচ্ছে, তিনি আসলে মালাইকার ম্যানেজার।
আরবাজ খানের সঙ্গে সংসার ভেঙে অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কে জড়ান মালাইকা। যদিও সেই সম্পর্ক ছয় বছরের বেশি গড়ায়নি। তবে কি অর্জুনকে ভুলে নতুন প্রেমের সন্ধান পেলেন ‘ছাইয়া ছাইয়া গার্ল’?
শোনা যাচ্ছে, গত বছর অর্জুনের সঙ্গে দূরত্ব বাড়ার পরই নাকি হর্ষের সঙ্গে বন্ধুত্ব শুরু হয় মালাইকার। মাসখানেক ধরে একে-অপরকে ডেট করছেন তারা।
উল্লেখ্য, চব্বিশ সালের জুলাই মাসে স্পেনে ছুটি কাটানোর সময়ে মালাইকার ফ্রেমে ধরা পড়েছিল এক রহস্যময় পুরুষ। যদিও অভিনেত্রীর ক্যামেরার ফোকাস ছিল খাবারের দিকে। তবে ব্যাকগ্রাউন্ডে সুদর্শন পুরুষের আবছা অবয়ব নজর এড়ায়নি নেটিজেনদের। সেখান থেকেই নতুন সম্পর্কের গুঞ্জনের সূত্রপাত।
বিডি প্রতিদিন/কেএইচটি