বন্দরের বিভিন্ন স্থাপনা দেশি-বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা দেওয়ার সিদ্ধান্ত থেকে সরকার সরে না এলে কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে বলে হঁশিয়ারি দিয়েছে শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)। শনিবার নগরীর জামালখানস্থ চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে গণঅনশনে স্কপ নেতৃবৃন্দ এ হুঁশিয়ারি দেন। বন্দরের বিভিন্ন স্থাপনা দেশি-বিদেশি প্রতিষ্ঠানকে ইজারা দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে এ অনশন পালন করা হয়।
অনশন শেষে আগামী ৮ নভেম্বর বিকাল ৩টায় নগরীর লালদীঘি ময়দান থেকে পুরাতন রেলস্টেশন পর্যন্ত গণমিছিল এবং ১৫ নভেম্বর চট্টগ্রাম প্রেসক্লাবে শ্রমিক কনভেনশন কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
অনশনে সংহতি জানিয়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সভাপতি মোহাম্মদ শাহআলম বলেন, আমাদের দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে একটা বড় চক্রান্ত চলছে, এটা বুঝতে হবে। শুধু শ্রমিক-কর্মচারী নয়, দেশের সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ করতে হবে। দেশের বিরুদ্ধে এই চক্রান্ত বন্ধ করতে অন্তর্বর্তী সরকারকে বাধ্য করতে হবে।
ট্রেড ইউনিয়ন কেন্দ্রের (টিইউসি) চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি ও শ্রম সংস্কার কমিশনের সদস্য তপন দত্ত বলেন, দেশের কৌশলগত সম্পদ বিদেশিদের হাতে তুলে দেয়ার চক্রান্ত জনগণ কখনোই মেনে নেবে না। সরকারকে অবশ্যই এনসিটি ও লালদিয়ার চর ইজারা দেয়ার সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে। অন্যথায় হরতাল-অবরোধসহ কঠোর কর্মসূচির মাধ্যমে চট্টগ্রাম অচল করে দেয়া হবে।
জাতীয়তাবাদী শ্রমিক দল নেতা ও চট্টগ্রাম বন্দর সিবিএ’র সাবেক সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহারের সভাপতিত্বে অনশন কর্মসূচির উদ্বোধন করেন স্কপের কেন্দ্রীয় নেতা ও শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন। টিইউসি’র কেন্দ্রীয় সংগঠক ফজলুল কবির মিন্টুর সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সভাপতি এস কে খোদা তোতন, ট্রেড ইউনিয়ন সংঘের সভাপতি খোরশেদুল আলম, বাম গণতান্ত্রিক জোট চট্টগ্রাম জেলার সমন্বয়কারী শফি উদ্দিন কবির আবিদ, বাসদ নেতা আল কাদেরী জয় প্রমুখ।
বিডি প্রতিদিন/হিমেল