শিক্ষার্থীদের কোরআন চর্চায় উদ্বুদ্ধ করতে চট্টগ্রামের বিভিন্ন মাদ্রাসার হাফেজদের নিয়ে কোরআন তিলাওয়াত প্রতিযোগিতার আয়োজন করেছে ‘এক টাকায় আনন্দ ফাউন্ডেশন’।
শনিবার (১ নভেম্বর) নগরীর কাজীরদেউড়ি জেলা স্টেডিয়ামের একটি হলরুমে প্রতিযোগিতার সিজন-৩ সম্পন্ন হয়।
সংস্থার প্রতিষ্ঠাতা পরিচালক জাবের হোসাইন সাকিবের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের ইন্সট্রাক্টর ইলেকট্রনিকস ডিপার্টমেন্ট প্রকৌশলী রেজাউল করিম। বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক ইমরান এমি।
এসময় সংস্থাটির পরিচালক (অর্থ) মো. মিনহাজুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন সংস্থার উপ-পরিচালক (অর্থ) মুহাম্মদ আরিফুল ইসলাম, দপ্তর সম্পাদক আব্দুল আহাদ, কার্যকরী সদস্য সামাদুজ্জামান জুয়েল, সাইদুজ্জামান সজীব ও মোহসিন বাদশা আকিল প্রমুখ।
অনুষ্ঠানে অংশ নেওয়া ক্ষুদে হাফেজদের মধ্যে বিজয়ী তিন জনকে নগদ অর্থ, সনদ ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
আয়োজকরা জানান, প্রতিযোগিতায় সাতটি মাদ্রাসার ২১ জন অসহায় ও হতদরিদ্র শিক্ষার্থীকে বিশেষ পুরস্কার দেওয়া হয়েছে। এছাড়াও অংশ নেওয়া প্রতিটি মাদ্রাসাকে নগদ অর্থ প্রদান করা হয়।
অনুষ্ঠানে সার্বিক সহায়তায় ছিল প্রবাসী কল্যাণ সংস্থা ও আল তাওয়ারি সৌদি। আইটি সহযোগী ছিল ইকো ডিজিটাল।
বিডি প্রতিদিন/কামাল