প্যারোলে মুক্তি পেয়ে স্ত্রীর জানাজায় অংশ নিয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের আহ্বায়ক মতিউর রহমান মতি।
আজ শনিবার (১ নভেম্বর) জোহরের নামাজের পর মতির সাবেক কাউন্সিলর কার্যালয়ের সামনের একটি মাদ্রাসায় জানাজা অনুষ্ঠিত হয়েছে।
এরআগে গতকাল শুক্রবার বেলা ১২ টায় চিকিৎসাধীন অবস্থায় তার স্ত্রী রোকেয়া রহমান মৃত্যুবরণ করে।
স্ত্রীর জানাজায় অংশ নিয়ে মতি বলেন, আমি দীর্ঘ ১০ মাস যাবত কারাগারে রয়েছি। এর ভেতর গতকাল আমার স্ত্রী মৃত্যুবরণ করে। তার সঙ্গে আমি ৩২ বছরের সংসার জীবন কাটিয়েছি। তিনি সবসময় আমাকে আগলে রেখেছেন।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বলেন, মতিউর রহমান মতিকে কারা কর্তৃপক্ষ ৩ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দিয়েছেন।
বিডি প্রতিদিন/হিমেল