বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতের উদ্দেশ্যে যে ৩১ দফা ঘোষণা করেছেন, সেটিই আধুনিক বাংলাদেশ গঠনের রূপরেখা বলে মন্তব্য করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা অঞ্চল) অধ্যক্ষ সেলিম ভুঁইয়া।
শনিবার (১ নভেম্বর) বিকেলে কুমিল্লা টাউন হল ময়দানে সামাজিক সংগঠন সম্ভাবনাময় বাংলাদেশ আয়োজিত “পরিবর্তনের পথে বাংলাদেশ: নতুন আশা, নতুন সম্ভাবনা” শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানটিতে বিবিসি বাংলায় তারেক রহমানের সাক্ষাৎকারকে প্রেক্ষিত করে আলোচনা হয়।
অধ্যক্ষ সেলিম ভুঁইয়া বলেন, “আগামী ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি ক্ষমতায় আসবে। আমাদের নেতা তারেক রহমান তখন প্রধানমন্ত্রী হবেন। তার ঘোষিত ৩১ দফায় শিক্ষা, কৃষি, স্বাস্থ্যসহ সার্বিক উন্নয়নের দিকনির্দেশনা দেওয়া হয়েছে।”
সম্ভাবনাময় বাংলাদেশ-এর প্রধান পৃষ্ঠপোষক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরীর সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের প্রধান নির্বাহী প্রফেসর ড. এম এম শরীফুল করীম।
সেমিনারের মূল আলোচক ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. নুরুল ইসলাম। অনুষ্ঠানে তারেক রহমানের সাক্ষাৎকারভিত্তিক একটি প্রকাশনাও উন্মোচন করা হয়।
সভাপতির বক্তব্যে মনিরুল হক চৌধুরী বলেন, “তারেক রহমান শুধু বিএনপির নেতা নন, তিনি দেশনায়ক ও রাষ্ট্রনায়ক হওয়ার যোগ্য দাবিদার। তিনি বাংলাদেশ তথা বৈশ্বিক নেতৃত্বের জন্য নিজেকে প্রস্তুত করছেন। খালেদা জিয়ার আশ্রয়ে টিকে থাকা অনেকেই আজ তারেক রহমানের বিরোধিতা করছে, কিন্তু তিনি শান্তিপূর্ণ নির্বাচনের পথে এগিয়ে যাচ্ছেন—এটি রাজনীতিতে এক নজির।”
তিনি আরও বলেন, “কুমিল্লার উন্নয়ন ছাড়া আমি কখনো কিছু ভাবিনি। যতদিন বাঁচব, কুমিল্লার উন্নয়নের সারথি হয়ে বাঁচতে চাই।”
প্রফেসর ড. আমজাদ হোসেন ও মেহেদী হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) কাইমুল হক রিঙ্কু, দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াশিম, বিএনপি নেতা আমিরুজ্জামান আমির, যুগ্ম আহ্বায়ক সরোয়ার জাহান দোলন, সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আক্তার হোসাইন, সাধারণ সম্পাদক ফারুক চৌধুরী, সাবেক কাউন্সিলর খলিলুর রহমান, সাবেক চেয়ারম্যান আমানউল্লাহ আমান, কুমিল্লা বাঁচাও মঞ্চের সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন, এডভোকেট মোতালেব মজুমদারসহ অনেকে।
বিডি প্রতিদিন/হিমেল