ইংলিশ প্রিমিয়ার লিগে দুর্দান্ত ফর্ম ধরে রেখেছে আর্সেনাল। শনিবার ঘরের মাঠে বার্নলির বিপক্ষে দাপুটে ফুটবল উপহার দিয়ে ২-০ গোলে জয়ের মাধ্যমে পয়েন্ট তালিকার শীর্ষস্থান আরও মজবুত করেছে মিকেল আর্তেতার শিষ্যরা।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবলে আধিপত্য বিস্তার করে আর্সেনাল। ১৪ মিনিটেই দলকে এগিয়ে দেন ভিক্তর ইয়োকেরেস। ডেক্লান রাইসের কর্নার থেকে গ্যাব্রিয়েল মাগালিয়াস বল ছুঁইয়ে দেন ইয়োকেরেসকে, আর তিনি ঠান্ডা মাথায় জালে পাঠান বল।
এরপরও থেমে থাকেনি স্বাগতিকরা। ৩২ মিনিটে বুকায়ো সাকার শট বার্নলির গোলরক্ষক ঠেকালেও, ফিরতি বলেও গোলের সুযোগ তৈরি হয়। তবে গোললাইন থেকে শট ঠেকিয়ে দেন বার্নলির এক ডিফেন্ডার। তিন মিনিট পর অবশ্য ব্যবধান দ্বিগুণ করেন রাইস। লিয়ান্দ্রো ত্রোসারের নিখুঁত ক্রসে দুর্দান্ত এক হেডে গোল করেন এই ইংলিশ মিডফিল্ডার।
দ্বিতীয়ার্ধে আরও কয়েকটি গোলের সুযোগ তৈরি করলেও তা কাজে লাগাতে পারেননি আর্সেনালের খেলোয়াড়রা। তবু প্রথমার্ধের দুই গোলই যথেষ্ট ছিল জয় নিশ্চিত করতে।
এই জয়ে ১০ ম্যাচে ৮ জয় ও ১ ড্রয়ে ২৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে অবস্থান করছে আর্সেনাল। ৯ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে বোর্নমাউথ। সমান ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে ম্যানচেস্টার ইউনাইটেড, আর ১০ পয়েন্ট নিয়ে ১৭তম স্থানে আছে বার্নলি।
বিডি প্রতিদিন/মুসা