সিলেটে চা বাগানের পাশ থেকে গলা কাটা অবস্থায় এক তরুণীকে উদ্ধার করা হয়েছে। গতকাল সকাল ৯টার দিকে তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে পুলিশ। তার পরিচয় শনাক্ত করা যায়নি।
জানা গেছে, সকালে নগরীর সুবিদবাজার বনকলাপাড়া এলাকায় চা বাগানের পাশে রক্তাক্ত অবস্থায় এক তরুণীকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। তার গলায় ধারালো অস্ত্রের আঘাত ছিল। পুলিশ ওই তরুণীকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ দেবাশীষ দেব জানান, বিমানবন্দর থানা পুলিশ মুমূর্ষু অবস্থায় ওই তরুণীকে হাসপাতালে ভর্তি করেছে। তার গলার অনেকাংশ কাটা। তার অবস্থা আশঙ্কাজনক।
বিমানবন্দর থানার এসআই অর্জুন চৌধুরী বলেন, ‘তরুণীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি কথা বলতে পারছেন না। তার পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।’