সদ্য শেষ হওয়া অক্টোবর মাসে দেশে ৯৩ জন নারী ধর্ষণের শিকার হয়েছেন। এর মধ্যে সাতজনকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। গণধর্ষণের ঘটনা ঘটেছে ১৪টি। এর বাইরেও হত্যার শিকার হয়েছেন ৯৮ জন নারী, যা আগের মাসে ছিল ৮৩ জন। সেপ্টেম্বরের চেয়ে অক্টোবরে ধর্ষণের ঘটনা বেড়েছে ৩৪ দশমিক ৭৮ শতাংশ।
মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের প্রতিবেদনে এমন ভয়াবহ চিত্র উঠে এসেছে। এ ছাড়া অক্টোবরে ১৫ জন নারী অপহরণ ও নিখোঁজ হয়েছেন। আত্মহত্যা করেছেন ৩৭ জন। শারীরিক নির্যাতনের শিকার ৫৭ জন, যৌন নিপীড়নের শিকার ২৪ জন ও ধর্ষণ চেষ্টা করা হয় ২৯ জন নারীকে। শারীরিক নির্যাতনের ঘটনা আগের মাসের চেয়ে কমলেও বেড়েছে ধর্ষণ চেষ্টা, অপহরণ ও নিখোঁজের ঘটনা। অক্টোবরে নবজাতক উদ্ধারের ঘটনা ছিল ১১টি, যা আগের মাসে ছিল মাত্র দুটি। চারটি বেআইনি সালিশের ঘটনা ঘটে গত মাসে, যা পূর্ববর্তী মাসে ছিল একটি। তবে সার্বিকভাবে খুন ও অপমৃত্যুর ঘটনা আগের মাসের চেয়ে কিছুটা কমেছে। অক্টোবরে খুন ও অপমৃত্যুর ঘটনা ছিল ১৭৪টি, যা আগের মাসে ছিল ১৮৪টি। কারা হেফাজতে মৃত্যু ও দুষ্কৃতদের হামলায় নিহতের ঘটনা বেড়েছে। সেপ্টেম্বরে কারা হেফাজতে আটজনের মৃত্যু হয়, অক্টোবরে সেটা বেড়ে দাঁড়িয়েছে ১৩ জনে। দুষ্কৃতদের হামলায় গত মাসে আটজন নিহত হয়েছে, যা আগের মাসের তুলনায় দ্বিগুণ। আইনশৃঙ্খলা বাহিনীর নির্যাতনে গত মাসে কারও মৃত্যু হয়নি। তবে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে গোলাগুলিতে ছয়জন গুলিবিদ্ধ ও একজন নিহত হয়েছেন। গত মাসেও গণপিটুনিতে ১২ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন ৫২ জন। আগের মাসে গণপিটুনিতে ২৪ জনের মৃত্যু হয়েছিল। আহত হয়েছিল ৩৬ জন। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন।