গাইবান্ধায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়েছে। শনিবার (১ নভেম্বর) দুপুরে গাইবান্ধা পৌর শহরের এ লিফলেট বিতরণ করা হয়। লিফলেট বিতরণের মাধ্যমে জনগণের মাঝে বিএনপির রাজনৈতিক লক্ষ্য, অঙ্গীকার ও কর্মসূচি তুলে ধরা হয়।
এতে নেতৃত্ব দেন গাইবান্ধা জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল আউয়াল আরজু। এ সময় জেলা, সদর ও শহর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
এ সময় আব্দুল আউয়াল আরজু বলেন, দেশ গঠনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা ঘোষণা দিয়েছেন। ৩১ দফার আলোকে নতুন বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষের কোনো বিকল্প নেই।
তিনি বলেন, বিএনপি সরকার গঠন করলে ৩১ দফার বাস্তবায়ন করা হবে। এতে আগামীর বাংলাদেশকে ক্ষুধা ও দারিদ্রমুক্ত করে গড়ে তোলা হবে— এমন অভিমত ব্যক্ত করেন তিনি।
পরে গানাসাস চত্বরে পথসভার মাধ্যমে কর্মসূচি শেষ করা হয়।
বিডি-প্রতিদিন/জামশেদ