৩৯ দফা দাবিতে সাংবাদিক ইউনিয়ন গাজীপুরের (জেইউজি) উদ্যোগে বিক্ষোভ সমাবেশ হয়েছে। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শনিবার সকালে গাজীপুর প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি পালন করা হয়।
সাগর-রুনিসহ সকল সাংবাদিক হত্যার বিচার, নবম ওয়েজবোর্ড বাস্তবায়নসহ দশম ওয়েজবোর্ড গঠন, সাংবাদিকদের নিম্ন বেতন ৩৫ হাজার টাকা নির্ধারণ, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করুনসহ ৩৯ দফার দাবিতে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন জেইউজির সভাপতি এইচ এম দেলোয়ার হোসেন।
সংগঠনের সাধারণ সম্পাদক হেদায়েত উল্লাহর সঞ্চালনায় বক্তব্য দেন সাংবাদিক মাজহারুল ইসলাম মাসুম, আমিনুল ইসলাম, শাহ শামসুল হক রিপন, আজিজুল হক, ফারদিন ফেরদৌস, রেজাউল বারী বাবুলসহ আরও অনেকে।
বিডি-প্রতিদিন/আশফাক