‘সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়’ — এই প্রতিপাদ্যে সারাদেশের ন্যায় কুড়িগ্রামেও ৫৪তম জাতীয় সমবায় দিবস-২০২৫ পালিত হয়েছে। শনিবার সকালে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মাধ্যমে জেলা প্রশাসন ও জেলা সমবায় কার্যালয়ের আয়োজনে দিবসটি উদযাপন করা হয়।
সকালে শাপলা চত্বর থেকে সমবায় সমিতির সদস্য ও সমবায় কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা মিলে একটি বর্ণাঢ্য র্যালি বের করেন। র্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।
সেখানে জাতীয় ও সমবায়ের পতাকা উত্তোলন এবং সাদা পায়রা উড়িয়ে দিবসের উদ্বোধন করেন প্রধান অতিথি। পরে স্বপ্নকুঁড়ি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা সমবায় অফিসার আতিকুর রহমানের সভাপতিত্বে এবং তদন্ত কর্মকর্তা বেনজির আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক কুদরত-এ-খোদা, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাংবাদিক শফিকুল ইসলাম বেবু এবং সাবেক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আব্দুল আজিজ নাহিদ। এ ছাড়াও জেলার বিভিন্ন সমবায় সমিতির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সভায় বক্তারা বলেন, জেলার কেন্দ্রীয় ১৩টি ও প্রাথমিক ৬৬৭টি সমবায় সমিতির মাধ্যমে বর্তমানে কুড়িগ্রামে ২ হাজার ১০৮ জন মানুষ স্বাবলম্বী হয়েছেন। এছাড়া বিভিন্ন প্রকল্পের মাধ্যমে আত্মনির্ভরশীলতা বাড়াতে সমবায় সমিতির মাধ্যমে কৃষি, তাঁত, কুটির শিল্পসহ বিভিন্ন খাতে ঋণ বিতরণ, নারীর ক্ষমতায়নসহ নানা কার্যক্রম জেলা সমবায় কার্যালয়ের প্রত্যক্ষ তত্ত্বাবধানে চলমান রয়েছে। এসব কার্যক্রম জেলার সার্বিক উন্নয়নে ভূমিকা রাখছে বলে মত প্রকাশ করেন বক্তারা। পরে বিভিন্ন ক্যাটেগরিতে সফল হওয়ায় কুড়িগ্রাম সদর উপজেলার চারটি সমবায় সমিতির মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
বিডিপ্রতিদিন/কবিরুল