কুড়িগ্রামের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শামছুল আরেফীনের নেতৃত্বে বিচার বিভাগের একটি দল শনিবার (১ নভেম্বর) ভূরুঙ্গামারী থানা পরিদর্শন করেন।
তিনি পরিদর্শনকালে পুলিশের কাজের দক্ষতা বৃদ্ধি এবং বিচার প্রার্থীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে থানার পুলিশের সকল পর্যায়ের সদস্যদের নির্দেশনা প্রদান করেন।
শনিবার দুপুরে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এর সাথে ছিলেন, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট লিটন চন্দ্র রায় ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমানসহ অন্যান্যরা।
এ সময় অতিথি চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটকে ফুলেল শুভেচ্ছা ও গার্ড অব অনার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। এরপর থানার সকল কর্মকর্তার সঙ্গে পরিচয় পর্ব শেষে বিচারক দল থানার অবকাঠামো ও সুযোগ-সুবিধাসহ হাজতখানা, মালখানা ও বিভিন্ন দপ্তর পরিদর্শন করেন।
এতে অতিথি থানার প্রসেস রেজিস্টারসহ, ওয়ারেন্ট রেজিস্টার, আলামত রেজিস্টার, ধ্বংসযজ্ঞ আলামত সংক্রান্ত ফাইলপত্রসহ বিভিন্ন কাগজপত্রাদি পরিদর্শন করেন থানার ওসিকে সকল প্রকার রেজিস্টার হালনাগাদ করার তাগিদ দেন। একই সাথে ধ্বংসযজ্ঞ আলামত দ্রুত ধ্বংস করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ প্রদান করেন। এছাড়াও আদালতে বিচার প্রার্থীগণ যেন হয়রানীর শিকার না হন সে ব্যাপারে ওসিকে সতর্ক থাকার পরামর্শ প্রদান করেন।
বিডি-প্রতিদিন/জামশেদ