ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালক মিনহাজ মান্নান ইমনের বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের আমলে করা ডিজিটাল নিরাপত্তা মামলা থেকে অব্যাহতি দিয়েছে আদালত।
মিনহাজ মান্নান ইমনের আপিল মঞ্জুর করে এই রায় দিয়েছে হাইকোর্ট। বিচারপতি এ এস এম আব্দুল মোবিন ও বিচারপতি মো. যাবিদ হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গত বৃহস্পতিবার এ রায় দেয়।
এ রায়ের ফলে ওই মামলা থেকে মিনহাজ মান্নান অব্যাহতি পেলেন বলে জানিয়েছেন তার আইনজীবী মঈন ফিরোজী। মিনহাজ মান্নান এই মামলায় তিন মাসের বেশি কারাগারে ছিলেন।
আইনজীবীর তথ্য অনুসারে, ওই মামলায় ২০২২ সালের ২৭ ফেব্রুয়ারি কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর, রাষ্ট্রচিন্তার সদস্য দিদারুল ইসলাম ভূঁইয়া ও মিনহাজ মান্নান ইমনসহ সাতজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদেশ দেয় ঢাকার সাইবার ট্রাইব্যুনাল। এই আদেশের বিরুদ্ধে মিনহাজ মান্নান একই বছর হাইকোর্টে আপিল করেন। ২০২২ সালের ২৪ আগস্ট হাইকোর্ট আপিল শুনানির জন্য গ্রহণ করে। একই সঙ্গে মিনহাজ মান্নানের ক্ষেত্রে মামলাটির কার্যক্রম স্থগিত করে আদালত। শুনানি শেষে আপিল মঞ্জুর করে রায় দেওয়া হয়।
বিডি প্রতিদিন/জুনাইদ