সিলেটে চা বাগানের পাশ থেকে গুরুতর অবস্থায় এক নারীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার সকালে তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে পুলিশ। তবে তার পরিচয় জানা যায়নি।
স্থানীয়রা জানান, নগরীর সুবিদবাজার বনকলাপাড়া এলাকায় চা বাগানের পাশে রক্তাক্ত অবস্থায় ওই তরুণীকে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন তারা। পরে পুলিশ এসে তাকে নিয়ে যায়।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ দেবাশীষ দেব জানান, ভুক্তভোগী নারীর গলার অনেকাংশ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। তার অবস্থা আশঙ্কাজনক।
বিমানবন্দর থানার এসআই অর্জুন চৌধুরী বলেন, তরুণী কথা বলতে পারছেন না। তার পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।
বিডি-প্রতিদিন/এমই