ঢাকা-সিলেট মহাসড়কের ছয় লেন সম্প্রসারণ প্রকল্প বাস্তবায়নে হবিগঞ্জের বাহুবল উপজেলার কল্যাণপুর এলাকায় প্রভাব খাটিয়ে নকশা পরিবর্তনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীদের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মহাসড়কের কল্যাণপুর এলাকায় অনুষ্ঠিত এ মানববন্ধনে শতাধিক মানুষ অংশ নেন। অংশগ্রহণকারীরা জানান, মূল নকশা অনুযায়ী মহাসড়কটি পশ্চিম দিকে সম্প্রসারিত হওয়ার কথা থাকলেও একটি মহল সেটি পূর্ব দিকে সরিয়ে নেওয়ার চেষ্টা করছে।
তাদের অভিযোগ, নকশা পরিবর্তন হলে এলাকার একটি প্রাথমিক বিদ্যালয়, ঈদগাহ মাঠসহ জনস্বার্থে ব্যবহৃত গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
মানববন্ধনে বক্তারা নকশা পরিবর্তনের এই প্রচেষ্টার তীব্র প্রতিবাদ জানিয়ে প্রকল্পটি মূল নকশা অনুযায়ী বাস্তবায়নের দাবি জানান।
বিডি-প্রতিদিন/জামশেদ