“সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” শ্লোগানে বরিশালে জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে। শনিবার সকালে জেলা প্রশাসনের সহযোগিতায় এবং বিভাগীয় ও জেলা সমবায় কার্যালয়ের উদ্যোগে দিনটি পালন করা হয়।
এ উপলক্ষ্যে নগরীর সার্কিট হাউজ সম্মেলনকক্ষে আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. আহসান হাবিব। তিনি তার বক্তব্যে বলেন, সমবায়ের মূল শক্তি হলো ঐক্য ও সহযোগিতা। একার পক্ষে বড় কোনো উদ্যোগ সফল করা কঠিন হলেও সমষ্টিগত প্রচেষ্টায় সফলতা সহজ হয়। দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে দক্ষতা, অভিজ্ঞতা ও সততা নিয়ে সমবায় কার্যক্রম এগিয়ে নিতে হবে বলেও তিনি উল্লেখ করেন।
তরুণ প্রজন্মকে সমবায়ের সাথে যুক্ত করার ওপর গুরুত্বারোপ করে প্রধান অতিথি বলেন, গ্র্যাজুয়েশন শেষে অনেক শিক্ষার্থী কাজের সন্ধান করছেন। তাদের দক্ষ করে সমবায়ে সম্পৃক্ত করা হলে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং হতাশা ও সামাজিক অবক্ষয় কমবে। তিনি সমবায় সমিতির নিবন্ধন প্রক্রিয়া সহজ করার পরামর্শ দেন, যাতে নতুন উদ্যোক্তারা উৎসাহিত হন।
কৃষিক্ষেত্রে উদ্ভাবন এবং পরিবেশবান্ধব পণ্যের উৎপাদনে সমবায় গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখতে পারে বলে মন্তব্য করেন তিনি। একই সঙ্গে তিনি বলেন, বৈষম্যহীন সমাজ গঠনে সমবায়ের বিকল্প নেই।
জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত ডিআইজি মো. নাজিমুল হক ও বিভাগীয় সমবায় কার্যালয়ের যুগ্মনিবন্ধক মো. আতিকুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। সভা শেষে শ্রেষ্ঠ সমবায় সমিতি ও সমবায়ী ২০২৪–এর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
বিডি প্রতিদিন/এএম