আন্তর্জাতিক ফুটবলের বিরতির পর প্রথমবার মাঠে নেমে পুরোটা সময় দাপুটে পারফরম্যান্স উপহার দিল বার্সেলোনা। রবিবার রাতে লা লিগার ম্যাচে ভ্যালেন্সিয়ার বিপক্ষে ৬-০ গোলের বড় জয় পেয়েছে কাতালানরা। ম্যাচে ফারমিন লোপেজ, রাফিনহা আর রবার্ট লেভানদোভস্কি জোড়া গোলে করেন।
বার্সেলোনা তাদের ৬ গোলের ৫টিই দিয়েছে দ্বিতীয়ার্ধে। প্রথমার্ধে একমাত্র গোল লোপেসের। আর বদলি হিসেবে নামেন রাফিনিয়া ও লেভানদোভস্কি। ম্যাচে ৭২ শতাংশ বল দখলে রাখে বার্সা। মোট ২৪টি শট নিয়ে ১০টি লক্ষ্যে রাখে হ্যান্সি ফ্লিকের দল। অন্যদিকে, ভালেন্সিয়া গোলে শট নিতে পারে মাত্র দুটি, যার একটি ছিল লক্ষ্যে।
ঘরের মাঠের এই ম্যাচে দলের প্রাণভোমড়া লামিনে ইয়ামালকে চোটের কারণে পায়নি বার্সা। তবে খেলায় তার কোনো প্রভাব পড়েনি। যদিও গোলের দেখা পেতে পেতে ২৯ মিনিট পেরিয়ে যায়। এই সময়ে সতীর্থের ক্রসে প্রথম স্পর্শে পা ছুঁয়ে দারুণ পাস দেন তরেস, বক্সে ঢুকে ডান পায়ের শটে গোলরক্ষককে পরাস্ত করেন লোপেস। প্রথমার্ধে আর কোনো গোল হয়নি।
দ্বিতীয়ার্ধে দেখা যায় গোলবন্যা। ৫৩ থেকে ৫৬ মিনিটে দুই গোল আদায় করে বার্সা। দ্বিতীয় গোল আসে রাফিনিয়ার কাছ থেকে। আর নিজেদের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটি করেন লোপেস। ৬৬তম মিনিটে নিজের জোড়া গোল পেয়ে যান রাফিনিয়াও। দল এগিয়ে যায় ৪-০ গোলে। এর পরের ম্যাজিকটা লেভানদোভস্কির।
ক্লাবটির হয়ে দেড়শতম ম্যাচ খেলতে নেমে দ্রুতই গোল আদায় করেন লেভানদোভস্কি। নির্ধারিত সময়ের চার মিনিট বাকি থাকতে নিজের দ্বিতীয় গোলের দেখা পান লেভানদোভস্কি।
আন্তর্জাতিক বিরতির আগে হোঁচট খেয়েছিল বার্সা। ড্র করেছিল রায়ো ভায়োকানোর সঙ্গে। বর্তমানে চার ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে দলটি। ১২ পয়েন্ট নিয়ে সবার ওপরে রিয়াল মাদ্রিদ।
বিডি প্রতিদিন/নাজিম