নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এক আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের শিমরাইল কাঁচপুর সেতুর পশ্চিমপাশে একটি আবাসিক হোটেল থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, পূজা (২০), লিজা আক্তার (২২), নূরনাহার (২০), মো. শাহীন (৩০), মো. রাহাদ হোসেন (২৫), মো. শামীম (৪০), মো. নয়ন (২২) এবং মো. রাজন মিয়া (২২)।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহীনূর আলম জানান, শিমরাইল ট্রাক স্ট্যান্ড সংলগ্ন একটি আবাসিক হোটেলে দীর্ঘদিন ধরে অসামাজিক কার্যকলাপ চলছে-এমন সংবাদের ভিত্তিকে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে হোটেলের তৃতীয় ও চতুর্থ তলা থেকে আটজনকে আটক করে। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/নাজিম