ঝিনাইদহের মহেশপুর ও কোটচাঁদপুর উপজেলায় পৃথক দুটি স্থান থেকে দুটি ঈগল পাখি উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে মহেশপুর উপজেলার স্বরূপপুর ইউনিয়নের চাপাতলা পিপুলবাড়িয়া গ্রামের মাঠের একটি চিচিঙ্গাক্ষেতের জালে আটকে যায় একটি ঈগল পাখি। কুসুমপুর গ্রামের রবগুল ইসলামের ছেলে মফিজুল ইসলাম পাখিটিকে দেখতে পেয়ে উদ্ধার করে জনসমক্ষে নিয়ে আসেন। এ সময় কিছু স্থানীয় লোকজন পাখিটিকে ঘিরে আনন্দে মেতে ওঠেন।
ঘটনাটি জানতে পেরে ভবনগর গ্রামের প্রকৃতিপ্রেমী নাজমুল হোসেন ঘটনাস্থলে পৌঁছে পাখিটিকে উদ্ধার করেন। পাখিটি সুস্থ থাকায় পরবর্তীতে স্বরূপপুর ইউনিয়ন ভূমি অফিসের নায়েব মো. কামরুজ্জামান ও স্থানীয়দের উপস্থিতিতে দুপুর ১২টার দিকে স্বরূপপুর ভূমি অফিসের সামনে ঈগলটিকে প্রকৃতিতে অবমুক্ত করা হয়।
এ সময় প্রকৃতিপ্রেমী নাজমুল হোসেন বন্যপ্রাণী সংরক্ষণ আইন ও পাখি ধরার ক্ষতিকর দিকগুলো তুলে ধরেন।
অন্যদিকে, বুধবার (২৯ অক্টোবর) বিকেলে কোটচাঁদপুর উপজেলার সাবদারপুর গ্রামের মো. মিনারুল ইসলামের ড্রাগন ফলের ক্ষেতে জালে আটকে যায় আরেকটি ঈগল পাখি। বিষয়টি জানতে পেরে কোটচাঁদপুর সামাজিক বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিকুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে পাখিটিকে উদ্ধার করেন এবং বিষয়টি বিভাগীয় বন কর্মকর্তা জনাব অমিতা মণ্ডল (যশোর) ও খুলনা বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ বিভাগকে অবহিত করেন।
এরপর বৃহস্পতিবার সকালে কোটচাঁদপুর সামাজিক বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিকুল ইসলাম উদ্ধারকৃত পাখিটিকে মো. জাহাঙ্গীর আলম, বন্যপ্রাণী ব্যবস্থাপনা বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং ইলিয়াস হোসেন, ওয়াইল্ডলাইফ কিপার, যশোর শার্শা অফিসের নিকট হস্তান্তর করেন।
বিডি প্রতিদিন/কেএইচটি
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        