ফরিদপুরের ভাঙ্গায় সংসদীয় আসনের সীমানা পুননির্ধারনের প্রতিবাদে ডাকা আন্দোলনের ঘোষণা দেওয়া প্রধান সমন্বয়ক আলগী ইউপি চেয়ারম্যান ম ম সিদ্দিক মিয়াকে গভীররাতে আটক করা হয়েছে। গতকাল শনিবার দিবাগত মধ্যরাতে তার নিজ বাড়ি থেকে তাকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন বিষষটি নিশ্চিত করেছেন। তিনি জানান, আলগী ইউনিয়নের চেয়ারম্যান সিদ্দিক মিয়াকে ডিবি পুলিশ আটক করেছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।
আলগী ইউনিয়নের একাধিক ব্যক্তি জানান, ভাঙ্গা উপজেলার ১২ টি ইউনিয়ন ও একটি পৌরসভার মধ্যে আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর -৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) থেকে কেটে ফরিদপুর -২ (নগরকান্দা - সালথা) আসনে অন্তর্ভুক্ত করা হয়। গত ৪ সেপ্টেম্বর এ বিষয়ে নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করে। নির্বাচন কমিশনের এ সিদ্ধান্ত মেনে নেয়নি এলাকাবাসী। এরপর থেকে ভাঙ্গায় দুই দফায় চারদিন মহাসড়ক অবরোধ করে বিক্ষুব্ধ আলগী ও হামিরদী ইউনিয়নবাসী। এ আন্দোলনে সমর্থন জানায় ভাঙ্গার অন্যান্য ইউনিয়নের বাসিন্দারা। সমর্থন জানায় ভাঙ্গার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। পুরো আন্দোলনের নেতৃত্বের প্রথম সারিতে ছিলেন আলগী ইউনিয়ন চেয়ারম্যান ম ম সিদ্দিক মিঞা।
শনিবার বিকালে আলগী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত সকাল সন্ধ্যা ভাঙ্গায় মহাসড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচি ঘোষণা করেন আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। কর্মসূচি ঘোষণার কয়েক ঘণ্টা পরেই আটক হন আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।
বিডি প্রতিদিন/জুনাইদ