রাজবাড়ীর সদর উপজেলার এক গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে শাহিন শেখের (৩০) নামে মামলা হয়েছে। শনিবার রাতে ওই নারী বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় মামলা দায়ের করেছেন।
থানায় মামলা দায়েরের পর গতকাল রবিবার মামলা তুলে নিতে গৃহবধূ ও তার মেয়েকে হত্যার হুমকি পেয়েছেন বলেন অভিযোগ করেছেন ওই নারী।
জানা গেছে, বুধবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় ওই গৃহবধূর নিজ বাড়িতে তাকে ধর্ষণের চেষ্টা করেন শাহিন। পরে ওই নারীর ডাক-চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে শাহিন পালিয়ে যায়।
ওই নারী অভিযোগ করেন, আসামি প্রকাশ্যে ঘুরে বেড়ায়, অথচ থানা পুলিশ তাকে গ্রেফতার করে না। আমার স্বামী ডাব বিক্রি করেন, মেয়ে স্কুলে পড়ে। আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।
আজ সোমবার (৩ নভেম্বর) দুপুরে শাহিন শেখের বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি। তার মোবাইল ফোন নম্বর দিতে অপারগতা প্রকাশ করেন পরিবারের অন্য সদস্যরা।
শাহিন শেখের চাচি আকলিমা বলেন, শাহিনের নামে মামলা হয়েছে। শাহিন বাড়িতেই থাকে। সকালেও বাড়িতে ছিল।
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শাহিনুর রহমান বলেন, তদন্ত কর্মকর্তা কেন আসামি গ্রেফতার করে নাই, সেই ব্যাপারটি খতিয়ে দেখা হবে। দ্রুত আসামিকে গ্রেফতার করা হবে।
এ ছাড়া ওই নারীকে থানায় একটি জিডি করার পরামর্শ দেন পুলিশের এই কর্মকর্তা।
বিডি প্রতিদিন/কেএইচটি